আসিফ নজরুল: শেখ হাসিনার অপরাধ ১৯৭১ সালের পাকিস্তানিদের থেকেও ভয়াবহ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৪:৪০:৩১
আসিফ নজরুল: শেখ হাসিনার অপরাধ ১৯৭১ সালের পাকিস্তানিদের থেকেও ভয়াবহ
ছবি: সংগৃহীত

জুলাই মাসে ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গে আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক আসিফ নজরুল বলেছেন, এসব ঘটনায় যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, তা ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডকেও ছাপিয়ে গেছে।

তিনি বলেন, “মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা, নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করা—এসব এখনই ঘটেছে। ২৫ মার্চের রাতে পাকিস্তানি বাহিনী এসব করেছিল, তা ঠিক। তবে তারা ছিল ভিনদেশি। আর আমরা তো স্বাধীনতার ঘোষণা দিয়ে এগিয়েছি।”

রাজধানীতে এক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি বলেন, ১৯৭১ সালের ঘটনাগুলোর প্রেক্ষাপট ছিল ভিন্ন।

তার ভাষায়, “১৯৭১ সালে কেউ আহত হলে তার সহযোদ্ধারা তাকে সরিয়ে নিত। কিন্তু এমন কোনো ছবি আমি দেখিনি বা কোনো মুক্তিযোদ্ধার বর্ণনায় পাইনি যেখানে আহত ব্যক্তিকে আবার গুলি করে হত্যা করা হয়েছে। সেই সময়েও বর্বরতা ছিল, কিন্তু এই ধরনের নয়।”

জুলাই-অগাস্টে সংঘটিত সহিংসতায় নিহতদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। এ বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই। বর্তমান সরকারের আমলেই এর বিচার সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “আমরা এমনভাবে সাক্ষ্য ও প্রমাণ রেখে যাব, যাতে ভবিষ্যতের কোনো সরকার চাইলেও এই বিচার এড়িয়ে যেতে না পারে।”

আসিফ নজরুল এ বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে বিএনপি বা জামায়াত কেউ ক্ষমতায় এলেও, তারা নির্যাতনের শিকার মানুষের সুবিচার থেকে মুখ ফিরিয়ে নেবে না।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ