শেষ সময়ে লাহোর কালান্দার্সে সাকিব: এই সিদ্ধান্তের পেছনের গল্প কী?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ২১:৫৫:২১
শেষ সময়ে লাহোর কালান্দার্সে সাকিব: এই সিদ্ধান্তের পেছনের গল্প কী?

সত্য নিউজ: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ফিরছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নিলামে দল না পেলেও শেষমেশ অভিজ্ঞতা ও পারফরম্যান্সের জোরে লাহোর কালান্দার্সের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন তিনি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।

নিউইয়র্ক থেকে সরাসরি পাকিস্তান

বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত সাকিব সরাসরি পাকিস্তানে পৌঁছে লাহোর দলে যোগ দেবেন। ১৭ মে থেকে শুরু হতে যাওয়া স্থগিতকৃত পিএসএলের ম্যাচগুলোতে খেলবেন তিনি।

ভারত–পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে বিদেশি খেলোয়াড়দের অনিশ্চয়তা এবং স্কোয়াড ঘাটতি মেটাতেই সাকিবকে দলে নিতে আগ্রহ দেখায় লাহোর কর্তৃপক্ষ। উল্লেখযোগ্যভাবে, এই দলে এর আগেও খেলেছেন বাংলাদেশের আরেক তারকা রিশাদ হোসেন, যার সঙ্গে এখন একই ড্রেসিংরুমে দেখা যাবে সাকিবকে।

পিএসএলে সাকিবের রেকর্ড:

* ম্যাচ: ১৪

* রান: ১৮১

* ব্যাটিং গড়: ১৬.৩৬

* স্ট্রাইক রেট: ১০৭.১৪

* উইকেট: ৮

* ইকোনমি রেট: ৭.৩৯

২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএল যাত্রা শুরু করেন সাকিব। এরপর খেলেছেন পেশোয়ার জালমি এবং সর্বশেষ লাহোর কালান্দার্সের হয়েও। তাঁর অলরাউন্ড দক্ষতা বিশেষ করে চাপের মুহূর্তে পারফরম্যান্স করার ক্ষমতা লাহোরের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ