জাতীয় পার্টির নামে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ: রাশেদ খান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৯:৩৫:৩১
জাতীয় পার্টির নামে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ: রাশেদ খান
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টির নিবন্ধন বাতিল না করে আগামী নির্বাচন আয়োজন করলে সেটি আওয়ামী লীগের জন্যই সুবিধাজনক হবে। তার ভাষায়, “আওয়ামী লীগ আবার জাতীয় পার্টির ব্যানারে ফিরে আসবে।”

সোমবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলের আয়-ব্যয় বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি, আওয়ামী লীগের কোনো সহযোগী দল যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে।”

তিনি জানান, বর্তমান কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আশ্বস্ত করেছেন, আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তবে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের সংসদ সদস্যদের মধ্যে যারা আওয়ামী লীগের সরাসরি পদে না থেকেও ‘ফ্যাসিস্ট শাসন কায়েমে’ ভূমিকা রেখেছেন, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না। এ বিষয়ে সিইসি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বলেও জানান রাশেদ খান।

জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট সম্পর্কেও প্রশ্ন তোলা হয় নির্বাচন কমিশনের সামনে। রাশেদ বলেন, “এই জোটগুলোও তো দীর্ঘদিন আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যবস্থাকে মদদ দিয়েছে। তাহলে তাদের নিবন্ধন স্থগিত হবে না কেন?”

গণ অধিকার পরিষদ তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাবও নির্বাচন কমিশনে জমা দিয়েছে। হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে ৪৬ লাখ ৯ হাজার ৩০০ টাকা। ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ