শহীদ মিনার নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৯:২৮:১৪
শহীদ মিনার নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে একই দিন, একই স্থানে সমাবেশের আগ্রহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সমাবেশস্থল নিয়ে দুই দলের মধ্যে সমন্বয়ের প্রশ্ন উঠেছে। বিষয়টি ঘিরে উদ্ভব হতে পারে অনাকাঙ্ক্ষিত জটিলতা, এমন আশঙ্কাও প্রকাশ করেছে ছাত্রদল।

সোমবার (২৮ জুলাই) বিকেলে শহীদ মিনারে ছাত্রদলের চলমান প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, “আমরা জুলাই-আগস্ট কর্মসূচি প্রণয়নের সময় থেকেই ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নিই। জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাই।”

তবে, রাকিব জানান, পরবর্তীতে জুলাই মাসে এনসিপি কর্তৃপক্ষ তাদেরও একই স্থানে সমাবেশ আয়োজনের আগ্রহের কথা জানায় এবং এ বিষয়ে তারা ছাত্রদলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। এমনকি বিএনপির শীর্ষ পর্যায়েও এনসিপি পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়।

তিনি বলেন, “শহীদ মিনার আমাদের পূর্বনির্ধারিত স্থান, কারণ সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবেন। অন্য কোনো স্থানে সমাবেশ করলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তবে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। এনসিপির অনুরোধ বিবেচনা করে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি বিষয়টি নিয়ে আলোচনায় বসবে এবং আজ রাতেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, “১ জুলাই থেকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্টের সমাবেশের তারিখ চূড়ান্ত করি এবং ২২ জুনেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে লিখিত অনুমতি নেই। এখন যদি প্রশাসন অন্য একটি দলকে একই দিনে একই জায়গায় অনুমতি দিতে চায়, তাহলে তা শুধু অপেশাদারিত্বের পরিচায়ক নয়, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।”

তিনি আরও বলেন, “আমরা এখনও পর্যন্ত কোনো সমঝোতায় যাইনি, এবং সমাবেশ বাতিল বা স্থান পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।”

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ জানান, "ছাত্রদল ২২ জুন সমাবেশের অনুমতি পেলেও একই সময় ও স্থানে দুটি পৃথক রাজনৈতিক দলের কর্মসূচি অনুমোদন করা সম্ভব নয়। আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি।"

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ