সহকারী ইঞ্জিনিয়ার নিয়োগ নিয়ে বিক্ষোভে উত্তাল রাজশাহীর রুয়েট শিক্ষার্থীরা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৮:২০:৩০
সহকারী ইঞ্জিনিয়ার নিয়োগ নিয়ে বিক্ষোভে উত্তাল রাজশাহীর রুয়েট শিক্ষার্থীরা
আজ দুপুরে রাজশাহী বিএমডিএ কার্যালয়ের সামনে ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে নগরীর বর্ণালি মোড়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

শিক্ষার্থীরা দুপুর পৌনে ১২টার দিকে রুয়েট ক্যাম্পাস থেকে বাসে করে বিএমডিএ ভবনের সামনে এসে জড়ো হন। এরপর সেখানে তারা বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি চলাকালে তিনজন শিক্ষার্থী বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এবং তিন দফা দাবির একটি স্মারকলিপি হস্তান্তর করে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. সহকারী প্রকৌশলী (সপ্তম গ্রেড) পদে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে করতে হবে, প্রমোশনাল কোটা বাতিল করতে হবে।

২. উপসহকারী প্রকৌশলী (অষ্টম গ্রেড) পদে ডিপ্লোমা কোটার পরিবর্তে শুধুমাত্র প্রকৌশল স্নাতকদের জন্য পদটি উন্মুক্ত করতে হবে।

৩. বর্তমানে বিএমডিএতে সহকারী প্রকৌশলী পদে যাঁরা চলতি দায়িত্বে রয়েছেন, তাঁদের অপসারণ করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।

রুয়েট শিক্ষার্থী মেহরান আল বান্না বলেন, “বিএমডিএতে গত ১৭ বছর ধরে কোনো নিয়োগ হয়নি। নিচের পদ থেকে কর্মকর্তাদের চলতি দায়িত্ব দিয়ে ওপরের পদে প্রমোশন দেওয়া হচ্ছে, যেটি এখন স্থায়ী করার চেষ্টা চলছে। আমরা চাই, এসব প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক এবং দখলকৃত পদে থাকা কর্মকর্তাদের আগের পদে ফিরিয়ে আনা হোক।”

বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২০ জুলাই রুয়েট শিক্ষার্থীরা একই দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ