দেশের তিন বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৮:০০:৩২
দেশের তিন বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগ—খুলনা, বরিশাল ও চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানায়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখিত তিন বিভাগে অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পরিমাণ ভারি বর্ষণ হতে পারে। কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে, যার পরিমাণ ১৮৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে এই অতিভারি বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

সরকারি ও স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে, যাতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়। একইসঙ্গে সাধারণ জনগণকেও পাহাড়ি এলাকা ও ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ