নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৬০ হাজার সেনা মোতায়েন থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৬:৩৮:৪৮
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৬০ হাজার সেনা মোতায়েন থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম/ছবি জাগো নিউজ

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনকালীন সময়ে প্রায় ৬০ হাজার সেনা মাঠে থাকবে। তারা ৫ আগস্টের পর থেকেই দায়িত্ব পালনে মাঠে থাকবেন। তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে এবং তারা ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে।”

তিনি আরও জানান, সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

একই অনুষ্ঠানে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠলে তিনি জানান, নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থাগুলো যেন আরও সক্রিয়ভাবে কাজ করে, সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শফিকুল আলম বলেন, “গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যেন সমন্বয় ভালো হয় এবং কোনো দুর্বলতা না থাকে—এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

এর আগে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ