ডিএনসিসি’র নতুন যে সেবায় ট্রেড লাইসেন্স ফি পরিশোধ এখন সহজ

সত্য নিউজ: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাসিন্দাদের জন্য হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধের প্রক্রিয়া এখন সহজ ও ডিজিটাল হয়ে উঠেছে। নতুন সেবা চালু হওয়ায় নাগরিকরা আর কাউন্টার বা ব্যাংক ব্রাঞ্চে গিয়ে কর পরিশোধ করতে হবে না। তারা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এসব ফি পরিশোধ করতে পারবেন।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় নাগরিকদের জন্য এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে। নাগরিকরা সিটিজেন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন, সেই সঙ্গে অনলাইনে ফি জমা দেওয়ার সুবিধাও পাচ্ছেন।
এছাড়া, নতুন বাড়ি যেগুলি কর তালিকায় অন্তর্ভুক্ত নয়, সেগুলোর জন্যও ই-হোল্ডিং নম্বর ও হোল্ডিং ট্যাক্স নির্ধারণের সুবিধা পাবেন নাগরিকরা। পোর্টালের মাধ্যমে তারা সহজেই নতুন হোল্ডিং আবেদনে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের ট্যাক্সের পরিমাণ জানাতে পারবেন।
এদিকে, ডিএনসিসি কর্তৃপক্ষ ২০২৫ সালের ১১ মে থেকে পৌরকর মেলা আয়োজন করেছে, যা চলবে ৩০ মে পর্যন্ত। মেলা আয়োজনের মাধ্যমে আরও অনেক নাগরিককে এই অনলাইন সেবার মাধ্যমে কর পরিশোধে উৎসাহিত করা হবে।
ডিএনসিসির ওয়েবসাইটের 'ই-রেভিনিউ' অপশনে গিয়ে নাগরিকরা সহজেই রেজিস্ট্রেশন করে, ব্যক্তিগত ড্যাশবোর্ড খুলে সেখান থেকে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করতে পারবেন। একইভাবে, তারা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে যেমন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, বিকাশ, ট্রাস্ট ব্যাংক, এবং নগদ থেকেও এই ফি জমা দিতে পারবেন।
এভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কর পরিশোধের সুযোগ প্রদান করায় নাগরিকদের জন্য কার্যক্রমটি আরও সহজ, দ্রুত এবং নির্ভরযোগ্য হয়ে উঠেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- শেখ হাসিনাকে দেশে ফিরিয়েআনা সম্ভব: দুদক চেয়ারম্যান