ডিএনসিসি’র নতুন যে সেবায় ট্রেড লাইসেন্স ফি পরিশোধ এখন সহজ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৮:৩৯:৫৪
ডিএনসিসি’র নতুন যে সেবায় ট্রেড লাইসেন্স ফি পরিশোধ এখন সহজ

সত্য নিউজ: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাসিন্দাদের জন্য হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধের প্রক্রিয়া এখন সহজ ও ডিজিটাল হয়ে উঠেছে। নতুন সেবা চালু হওয়ায় নাগরিকরা আর কাউন্টার বা ব্যাংক ব্রাঞ্চে গিয়ে কর পরিশোধ করতে হবে না। তারা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এসব ফি পরিশোধ করতে পারবেন।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় নাগরিকদের জন্য এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে। নাগরিকরা সিটিজেন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন, সেই সঙ্গে অনলাইনে ফি জমা দেওয়ার সুবিধাও পাচ্ছেন।

এছাড়া, নতুন বাড়ি যেগুলি কর তালিকায় অন্তর্ভুক্ত নয়, সেগুলোর জন্যও ই-হোল্ডিং নম্বর ও হোল্ডিং ট্যাক্স নির্ধারণের সুবিধা পাবেন নাগরিকরা। পোর্টালের মাধ্যমে তারা সহজেই নতুন হোল্ডিং আবেদনে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের ট্যাক্সের পরিমাণ জানাতে পারবেন।

এদিকে, ডিএনসিসি কর্তৃপক্ষ ২০২৫ সালের ১১ মে থেকে পৌরকর মেলা আয়োজন করেছে, যা চলবে ৩০ মে পর্যন্ত। মেলা আয়োজনের মাধ্যমে আরও অনেক নাগরিককে এই অনলাইন সেবার মাধ্যমে কর পরিশোধে উৎসাহিত করা হবে।

ডিএনসিসির ওয়েবসাইটের 'ই-রেভিনিউ' অপশনে গিয়ে নাগরিকরা সহজেই রেজিস্ট্রেশন করে, ব্যক্তিগত ড্যাশবোর্ড খুলে সেখান থেকে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করতে পারবেন। একইভাবে, তারা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে যেমন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, বিকাশ, ট্রাস্ট ব্যাংক, এবং নগদ থেকেও এই ফি জমা দিতে পারবেন।

এভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কর পরিশোধের সুযোগ প্রদান করায় নাগরিকদের জন্য কার্যক্রমটি আরও সহজ, দ্রুত এবং নির্ভরযোগ্য হয়ে উঠেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ