ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যা: তদন্ত কমিটিতে যারা থাকছেন 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৮:১৭:০৩
ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যা: তদন্ত কমিটিতে যারা থাকছেন 

সত্য নিউজ:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে কমিটির আহ্বায়ক করে গঠিত এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম সরকার। সহকারী প্রক্টর শারমীন কবির কমিটির সদস্যসচিব হিসেবে এবং ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলী প্রশাসনিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পরপরই শাহবাগ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, আটক তিনজনই রাজধানীর রাজাবাজারসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার হন। এদের প্রত্যেকেই ভাসমান হকার এবং মাদকাসক্ত। মদ্যপ অবস্থায় তারা সাম্যর ওপর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ আলম জানান, গ্রেপ্তার হওয়া তিনজন তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)—সকলেই বহিরাগত এবং অপরাধপ্রবণ শ্রেণির।

এদিকে, নিহত সাম্যর বড় ভাই শরীফুল ইসলাম বুধবার সকালে শাহবাগ থানায় অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনার পেছনের প্রকৃত কারণ ও অন্যান্য জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বর্বরোচিত হত্যাকাণ্ড শিক্ষাঙ্গনে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক এবং সহপাঠীরা দ্রুত বিচারের দাবি জানিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত