নির্বাচনের সাড়ে তিন বছর পর ‘ভোটের’ রায়ে জয়ী হল!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৭:৫৯:১৮
 নির্বাচনের সাড়ে তিন বছর পর ‘ভোটের’ রায়ে জয়ী হল!

সত্য নিউজ:নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর আদালতের রায়ে পুনঃপ্রতিষ্ঠা পেলেন জনগণের রায় চেয়ারম্যান হিসেবে ঘোষণা পেলেন জামায়াত নেতা মাওলানা সাইয়েদ আহমদ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২২ সালের ৫ জানুয়ারি ভোটগ্রহণের পর কেন্দ্রীয় ফলাফলে পরিষ্কারভাবে বিজয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। কিন্তু উপজেলা পর্যায়ে ফলাফল হস্তান্তরের সময় জালিয়াতি ও কাগজপত্রে হেরফেরের অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। অবশেষে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালতের রায়ে বাতিল হলো সেই বিতর্কিত ফলাফল।

বুধবার (১৪ মে) দুপুরে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান মামলার রায়ে সাইয়েদ আহমদকে ৪৬৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন। তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আদালতের রায়ে ন্যায়ের প্রতিষ্ঠা ও গণরায়ের পুনঃপ্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আদালতের এই রায়ে প্রতিক্রিয়া জানিয়ে সাইয়েদ আহমদ বলেন, “সত্যের জয় হয়েছে। এটি কেবল আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ইউনিয়নের জনগণের বিজয়। যারা সেদিন ভোট দিয়ে আমাকে সমর্থন জানিয়েছিলেন, তাদের অধিকার হরণ করা হয়েছিল। আজ ন্যায়বিচারের মাধ্যমে সেই অধিকার ফিরেছে।”

তার আইনজীবী মো. নিজাম উদ্দিন বলেন, “২০২২ সালের নির্বাচনে কাশীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মূল ফলাফল টেম্পার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সামছুল আলমকে জয়ী ঘোষণা করা হয়। অথচ প্রকৃত ফলাফলে দেখা যায়, সাইয়েদ আহমদ ৪৬৬ ভোটে এগিয়ে ছিলেন। আদালতের পর্যবেক্ষণ ও পর্যালোচনায় এই জালিয়াতি প্রমাণিত হয়েছে।”

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী শহর শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মায়াজ, অ্যাডভোকেট শাহ জামালসহ দলীয় নেতাকর্মীরা। তারা আদালতের রায়কে “গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বিচারব্যবস্থার প্রতিফলন” বলে অভিহিত করেন।

এই রায়ের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা ফিরে পাওয়ার একটি দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই ঘটনা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার ঘাটতির দিকটিও তুলে ধরেছে, যা ভবিষ্যতের জন্য একটি সতর্ক সংকেত হিসেবেই বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ