আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাশকে রিকাবীবাজারে গণপিটুনি, পুলিশের হাতে সোপর্দ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৭:১৬:৪৫
আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাশকে রিকাবীবাজারে গণপিটুনি, পুলিশের হাতে সোপর্দ

সত্য নিউজ: সিলেট শহরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের এক প্রভাবশালী ইউপি চেয়ারম্যানকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আহত ওই নেতার নাম নির্মলেন্দু দাশ ওরফে রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ঘটনার সময় নির্মলেন্দু সিলেট নগরের ফাতেমা রেস্টুরেন্টে খেতে গেলে একদল লোক তাকে ঘিরে ধরে এবং বেধড়ক মারধর শুরু করে। মাথা ও শরীরজুড়ে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় নির্মলেন্দুকে ঘটনাস্থলে ফেলে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “নির্মলেন্দু দাশ গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি পুরোনো মামলা রয়েছে। আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ এখনও ঘটনার পেছনের কারণ কিংবা হামলাকারীদের পরিচয় প্রকাশ করেনি।তবে সূত্র জানায়, নির্মলেন্দুর বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠেছে, যার ফলে স্থানীয়দের ক্ষোভ ছিল প্রবল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ