ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্তে ৭ সদস্যের কমিটি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৬:৫৫:০৭
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্তে ৭ সদস্যের কমিটি

সত্য নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক করা হয়েছে কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন

* অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক (ডিন, আইন অনুষদ)* অধ্যাপক তৈয়েবুর রহমান (ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ)* অধ্যাপক মো. সিরাজুল ইসলাম (প্রাধ্যক্ষ, হাজী মুহম্মদ মুহসীন হল)* অধ্যাপক মো. আবুল কালাম সরকার (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ)* সহকারী প্রক্টর শারমীন কবির (সদস্যসচিব)* ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলী (সচিবীয় দায়িত্বে)

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ থেকে উপাচার্য, প্রক্টর এবং অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন নেতারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ভর করে থাকা নিরাপত্তাহীনতার অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের দায়বদ্ধতা দাবি করেন। ছাত্রদের ভাষ্য এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক সময়ের মধ্যে এটি দ্বিতীয় হত্যাকাণ্ড, যার কোনো দায় এখনও কেউ নেয়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত