দগ্ধদের পাশে ছাত্রদল: বার্ন ইনস্টিটিউটে রক্ত ও সেবায় হেল্প ডেস্ক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১২:৪৭:০২
দগ্ধদের পাশে ছাত্রদল: বার্ন ইনস্টিটিউটে রক্ত ও সেবায় হেল্প ডেস্ক

রাজধানীর উত্তরায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে গঠনমূলক ও মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে সংগঠনটি।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, সোমবার থেকে কার্যক্রম শুরু করে হেল্প ডেস্কটি। শুরুতেই রক্তের প্রয়োজন মেটাতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করে একটি সমন্বিত তালিকা তৈরি করা হয়, যা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। নির্দিষ্ট রক্তের গ্রুপের প্রয়োজন দেখা দিলে তালিকা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত রক্তদাতা সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে ছাত্রদলের কার্যক্রম কেবল রক্তদানে সীমাবদ্ধ নয়। দুর্ঘটনায় আহতদের স্বজন ও হাসপাতালের দর্শনার্থীদের সার্বিক সহায়তা প্রদানেও সক্রিয়ভাবে কাজ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। হেল্প ডেস্ক থেকে সরবরাহ করা হচ্ছে খাবার পানি, ওরাল স্যালাইন এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য সহায়তা সামগ্রী। পাশাপাশি কেউ যদি আলাদাভাবে কোনো সহযোগিতা চান, ছাত্রদল তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং রোগী ও স্বজনদের পাশে দাঁড়াচ্ছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে।

রাজু আহমেদ জানান, “আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে। বিপদের এই সময় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক আদর্শের অংশ বলেই আমরা মনে করি।”

জানা গেছে, জাতীয় বার্ন ইনস্টিটিউটের ফটকের সামনে স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে দগ্ধ রোগীদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পাচ্ছেন এবং ছাত্রদলের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হচ্ছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ