মাইলস্টোন দুর্ঘটনা

উত্তরার বিমান দুর্ঘটনায় শোক জানালেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১১:০৮:১১
উত্তরার বিমান দুর্ঘটনায় শোক জানালেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি
পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। ছবি: কোলাজ ইত্তেফাক।

ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। সেই শোক ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। এবার পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

ইয়ুমনা জায়েদি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই দুর্ঘটনার কথা উল্লেখ করে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, "এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও প্রার্থনা।"

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়, যার ফলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

বিমানটি যেই ভবনে পড়ে, সেখানে সেই সময়ে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে। ঘটনায় অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ