ছাত্রদল নেতার অভিযোগ: মাইলস্টোন দুর্ঘটনায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াতের আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ০৯:৪৬:৪৩
ছাত্রদল নেতার অভিযোগ: মাইলস্টোন দুর্ঘটনায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াতের আমির
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেছেন, মাইলস্টোন কলেজে দুর্ঘটনার ঘটনায় জামায়াতের আমির উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) শাখা ছাত্রদলের আয়োজনে ‘জুলাই শহিদদের স্মরণে সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

নাছির বলেন, “দুর্ঘটনার পরপরই জামায়াতের আমির এক গণমাধ্যমে বলেছেন, তার ধারণা অনুযায়ী ১০০ জনের বেশি মারা গেছেন। এটা এক ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজব। আমরা জানতাম ছাত্রশিবিরের কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি দিয়ে প্রোপাগান্ডা চালায়। কিন্তু জামায়াতের একজন শীর্ষ নেতা সরাসরি এমন বক্তব্য দেবেন, তা ভাবিনি।”

তিনি আরও জানান, জামায়াত আমিরের বক্তব্যের ফলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে মাইলস্টোন কলেজে ধর্মঘট করে এবং কয়েকজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে। তারা ধারণা করেছিল, মৃতের সংখ্যা সরকার গোপন করছে, বিশেষ করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর প্রতি আস্থার কথা জানিয়ে নাছির বলেন, “মৃতের সংখ্যা নিয়ে সেনাবাহিনী যেটা বলেছে, আমরা সেটার ওপর পুরোপুরি বিশ্বাস রাখি। শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা লুকানো অসম্ভব। অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম—সব কিছুর মাধ্যমে তথ্য যাচাই করা সম্ভব।”

ছাত্রশিবিরের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রকাশ্য রাজনীতি দেখা যায় না। কারণ এই ক্যাম্পাসে তাদের জায়গা হয়নি। তবে গণঅভ্যুত্থানের পরে কিছু সুযোগ নিয়ে তারা বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এটা একটি গুপ্ত সংগঠন হিসেবে সক্রিয়। আমাদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সর্দার রাশেদ আলী। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ