নিরপেক্ষ নির্বাচনের দাবি জামায়াত আমিরের, যুব সমাজকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ০৮:৫১:১০
নিরপেক্ষ নির্বাচনের দাবি জামায়াত আমিরের, যুব সমাজকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি চায় না নির্বাচন পেছাক। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন যেন নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হয়, সে দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে। শুধু নামকাওয়াস্তে বা পূর্বের মতো ‘বস্তাপচা’ নির্বাচনের পথে হাঁটলে তা গ্রহণযোগ্য হবে না।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে এক জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রে রূপ দিতে হলে কার্যকর নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা চাই, ২০২৬ সালের শুরুতেই সেই নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রকার সহিংস রাজনীতি চায় না। দলটি চায় মানবিকতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে। এজন্য তিনি দেশের জনগণের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে জামায়াত আমির আরও বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিতে হবে যুব সমাজকে। তাঁর ভাষায়, “যদি জামায়াতে ইসলামীর সরকার গঠিত হয়, তবে দেশের কারিগর হবে তরুণরাই। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে রাষ্ট্র পরিচালনায়।”

বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলুম, দুর্নীতি আর অনিয়ম করে কেউ রাষ্ট্রনায়ক হতে পারেনি। আমরা স্বচ্ছতা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও তা ধরে রাখব। আমাদের ১১ জন নেতা হাসিমুখে ফাঁসির দড়ি মাথায় নিয়েছেন, কেউ পালিয়ে যাননি।”

তিনি দাবি করেন, দেশের মাটির ওপরে ও নিচে বিপুল সম্পদ থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে তা কাজে লাগছে না। চারিত্রিক দুর্বলতা ও নৈতিক অবক্ষয়কেই তিনি বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি কাজী আবুল কাশেম, পৌর আমির কাজী জমির হোসাইন এবং দলের অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট-৬ আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও।

সমাবেশ ঘিরে দুপুর থেকেই বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। এতে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ