রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৩:২০:২৭
 রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম!

সত্য নিউজ:রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যাকাণ্ডের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এদিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১২ এপ্রিল তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। কিন্তু ওইদিন আদালত ১৪ মে শুনানির জন্য দিন ধার্য করেন। উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর গ্রেফতার হওয়ার পর থেকে জাহাঙ্গীর আলম কারাগারে রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শেখ মেহেদী হাসান জুনায়েদ একটি মিছিলে অংশ নেন। মিছিলটি শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে আসামিরা। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন জুনায়েদ। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার এক মাস পর, ৫ সেপ্টেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে আসামি করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত