রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম!

সত্য নিউজ:রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যাকাণ্ডের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এদিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১২ এপ্রিল তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। কিন্তু ওইদিন আদালত ১৪ মে শুনানির জন্য দিন ধার্য করেন। উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর গ্রেফতার হওয়ার পর থেকে জাহাঙ্গীর আলম কারাগারে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শেখ মেহেদী হাসান জুনায়েদ একটি মিছিলে অংশ নেন। মিছিলটি শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে আসামিরা। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন জুনায়েদ। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার এক মাস পর, ৫ সেপ্টেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে আসামি করা হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- শেখ হাসিনাকে দেশে ফিরিয়েআনা সম্ভব: দুদক চেয়ারম্যান