বলিউড

বিকিনি, দোলনা, নিকের ভালোবাসা ও প্রিয়াঙ্কার গ্লো: এক রৌদ্রস্নাত গল্প

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১১:০৫:১৩
বিকিনি, দোলনা, নিকের ভালোবাসা ও প্রিয়াঙ্কার গ্লো: এক রৌদ্রস্নাত গল্প
বলিউড ও হলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস. ছবিঃ সত্য নিউজ

বলিউড ও হলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তাঁর ৪৩তম জন্মদিন উদযাপন করলেন স্বামী নিক জোনাস ও কন্যা মালতী মারিকে সঙ্গে নিয়ে এক স্বপ্নসদৃশ সৈকতভূমিতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোর ঝলকে এই ভ্রমণ যেন রূপকথার ছুটির দিনের মতোই রোমাঞ্চকর ও মুগ্ধকর হয়ে উঠেছে ভক্তদের চোখে।

যদিও জন্মদিন উদযাপনের নির্দিষ্ট স্থানটি প্রকাশ করা হয়নি, তবে ছবিতে দেখা গেছে সাদা বালুর তট, নীলচে স্বচ্ছ পানি এবং সাগরের ওপর স্থাপিত দোলনা—সব মিলিয়ে একটি বিলাসবহুল রিসোর্টের আবহ। নিক ও প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে বেশ কিছু দারুণ মুহূর্তের ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় একটি উজ্জ্বল হলুদ বিকিনিতে সৈকতের ধারে দাঁড়িয়ে, স্বর্ণের হুপ কানের দুলে সূর্যের আলো পড়ে তার মুখভর্তি হাসিতে ঝলমল করে উঠেছে। আরেক ছবিতে তিনি লাল বিকিনিতে নিকের সঙ্গে সমুদ্রের ধারে চুম্বনের মুহূর্তে ধরা পড়েছেন, দু’জনের মুখে যেন খাঁটি আনন্দের প্রতিফলন।

ছবিগুলোর মাঝে ছিল রোমান্টিকতা, প্রাণবন্ততা এবং ছুটির দিনগুলোর মুক্তির স্বাদ। একটি বিশেষ ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় ডোরা কাটা বিকিনিতে সমুদ্রের ওপর ঝুলন্ত দোলনায় দুলছেন, বাতাসে চুল ও পা ছড়িয়ে হাস্যোজ্জ্বল এক চিত্র যেন ছুটির স্বাধীনতার পরিপূর্ণ রূপ।

সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল পরিবারের ত্রয়ীর একটি ছবি—নিকের কোলে মালতী, পাশে প্রিয়াঙ্কা, একসাথে সময় কাটাচ্ছেন। যদিও তাঁরা কন্যার মুখ সচরাচর প্রকাশ করেন না, ছবির উষ্ণতা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।

ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, “জীবনে জিতে চলেছি। কৃতজ্ঞ। সকলের শুভেচ্ছা, বার্তা ও কলের জন্য ধন্যবাদ। হৃদয় পরিপূর্ণ।” অন্যদিকে নিক লেখেন, “জীবনে তোমার জন্মদিন উদযাপনের চেয়ে আনন্দের কিছু নেই। শুভ জন্মদিন, আমার ভালোবাসা।”

ভক্তরা কমেন্টে ভাসিয়ে দিয়েছেন প্রশংসায়—“টাইমলেস গ্লো,” “জীবনের লক্ষ্য এমন ভ্যাকেশন,”—এমন মন্তব্যে ভরে গেছে পোস্ট।

পেশাগত দিক থেকে, প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে অ্যাকশন-কমেডি সিনেমা Heads of State-এ, যেখানে তিনি অভিনয় করেছেন ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে। তাঁর পরবর্তী কাজ এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত SSMB29 সিনেমা, যেখানে মাহেশ বাবু ও প্রিথ্বীরাজ সুকুমারানের সঙ্গে অভিনয় করবেন তিনি। ছবিটির টানজানিয়া পর্বের শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ