বলিউড
ইমরান হাশমি: ‘সিরিয়াল কিসার’ ট্যাগ নিয়ে জীবন ও অভিনয়ের জবানবন্দি

বলিউডে এক দশকেরও বেশি সময় ধরে এমন একটি জায়গা দখল করে রেখেছিলেন ইমরান হাশমি, যেখানে খুব কম অভিনেতাই সাহস করতেন পা রাখতে। তাঁর সিনেমা মানেই ছিল সাহসী দৃশ্য, রোমাঞ্চকর গল্প, এবং অবশ্যই চার্ট-হিট গান। কিন্তু এর বাইরেও একটি ব্যাপার ছিল, যেটি তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে—তিনি বলিউডের ‘সিরিয়াল কিসার’। এ ট্যাগ নিয়ে হাসিঠাট্টা হয়েছে, প্রশংসাও হয়েছে, সমালোচনাও—কিন্তু ইমরান হাশমি নিজেই মেনে নিয়েছেন এটিই তাঁর চলচ্চিত্র পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
২০১৪ সালে রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বুঝে গেছি সিরিয়াল কিসার ট্যাগটা আমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আমি এখন আর এটা নিয়ে লড়াই করি না।”
তাঁর মতে, দর্শকরা তাঁর সিনেমায় নির্দিষ্ট কিছু ‘উপাদান’ প্রত্যাশা করে, যেটি বাদ পড়লে তারা একপ্রকার প্রতারিত বোধ করে। যেমন, 'তুম মিলে' সিনেমার একটি দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি সিনেমাটি হলে বসে দেখছিলাম। একটি দৃশ্যে আমি আর সোহার (আলি খান) একা, কিন্তু চুম্বন করিনি। পাশের এক দর্শক বলল, ‘ইমরান হাশমি কি এই ছবিতে অসুস্থ ছিল নাকি?’”
এই মন্তব্যটি মজা করেই বলা হলেও ইমরান বুঝতে পেরেছিলেন, দর্শকের সঙ্গে একটি নির্দিষ্ট প্রত্যাশার সম্পর্ক তৈরি হয়েছে। “যেমন সালমান খান যদি সিনেমায় জামা না খোলেন, দর্শকরা হতাশ হয়। তেমনই আমার ক্ষেত্রেও দর্শকরা কিছু ‘জিনিস’ দেখতে চায়। আমি মনে করি এটা ভালো, কারণ জামা খোলার চেয়ে চুমু খাওয়া অনেক বেশি মজার!”
তবে শুধু রোমান্টিক থ্রিলার নয়, ইমরান হাশমি ভিন্ন ঘরানার ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন। ‘ঘাঞ্চাক্কার’-এর মতো সিনেমায় নিজের গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে অভিনয় করলেও, তা নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই।
পারিবারিক প্রতিক্রিয়া নিয়েও খোলাখুলি কথা বলেন তিনি। “আমার স্ত্রী আর বাবা মাঝে মাঝে বিরক্ত হন, যখন আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখি। তবে তারা জানেন, এটা আমার বেছে নেওয়া পথ এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের জন্যই এমন সিদ্ধান্ত।”
এভাবেই সিনেমার পর্দায় চুমুর দৃশ্যকে বাস্তব জীবনের বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন ইমরান। তিনি নিজের মতো করে দর্শকদের ভালবাসা এবং সমালোচনাকে সমান শ্রদ্ধা দিয়ে গ্রহণ করেছেন, যা তাঁকে বলিউডে একটি অনন্য পরিচয় এনে দিয়েছে।
-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক
বলিউডের তারকাদের ফ্লোরাল ফ্যাশন: ঋতুভেদে সৌন্দর্যের নতুন সংজ্ঞা
ফ্যাশন দুনিয়ায় আবারও শক্তিশালীভাবে ফিরে এসেছে ফ্লোরাল ট্রেন্ড। আর এই প্রত্যাবর্তনের নেতৃত্ব দিচ্ছেন বলিউডের শীর্ষ নায়িকারা। সূক্ষ্ম ফুলেল কারুকাজ থেকে শুরু করে রঙিন ও সাহসী প্রিন্ট—তাদের প্রতিটি লুকে ধরা দিচ্ছে নারীত্ব, সৌন্দর্য আর চিরন্তন এলিগেন্স। শুধু বসন্ত নয়, বছরের প্রতিটি ঋতুতেই ফ্লোরাল পোশাক হতে পারে আভিজাত্যের বহিঃপ্রকাশ।
জর্জিয়া অ্যান্ড্রিয়ানি – গোলাপি ফুলের রাজকীয় আভিজাত্য
ক্রিম আর সোনালি রঙের ফ্লোরাল পোশাকে জর্জিয়া অ্যান্ড্রিয়ানি যেন হয়ে উঠেছেন অপার্থিব সুন্দরী। সোনালি পাতা কারুকাজের ব্লাউজ আর গোলাপি ফুলখচিত ক্রিম স্কার্ট তাকে দিয়েছে রোম্যান্টিক ও স্বপ্নিল আবেদন। হালকা ঢেউ খেলানো চুল আর ন্যূনতম গয়না তার সাজকে আরও পরিপূর্ণ করেছে।
জাহ্নবী কাপুর – প্রাণোচ্ছল গার্ডেন পার্টি লুক
রঙিন মিডি ড্রেসে জাহ্নবী যেন গ্রীষ্মের উজ্জ্বল সূর্যকিরণ। এককাঁধা করসেট স্টাইলের গাউনটির স্কার্টজুড়ে কমলা, গোলাপি, হলুদ ও টিল শেডের জলরঙের ফুলেল প্রিন্ট তাকে দিয়েছে এক প্রাণবন্ত ও যুবতী আবেদন। সাদা পাম্পস আর খোলা ঢেউ খেলানো চুলে সম্পূর্ণ হয়েছে তার নির্ভার ছুটির সাজ।
কিয়ারা আডভানি – গোলাপে ক্লাসিক রোম্যান্স
সাদা ম্যাক্সি ড্রেসে ছড়ানো লাল গোলাপ কিয়ারাকে পরিণত করেছে অনিন্দ্যসুন্দর এক দেবীরূপে। হার্ট-শেপ নেকলাইন আর লেইস ডিটেইলে ভিনটেজ আবহ, সাথে ঐতিহ্যবাহী চোকার ও সোনালি বালা যুক্ত হয়ে তৈরি করেছে এক নিখুঁত ইনডো-ওয়েস্টার্ন লুক। এলিগেন্স আর আধুনিকতার মিশেলে তার সাজ যেন এক অনন্য ক্লাসিক কাহিনি।
জ্যাকুলিন ফার্নান্দেজ – ডার্ক ফ্লোরালে বোহেমিয়ান স্টাইল
কালো রঙের ক্রপ টপ আর লেহেঙ্গায় উজ্জ্বল ফুলেল প্রিন্টে জ্যাকুলিনের বোহেমিয়ান সাজ একদিকে নাটকীয়, অন্যদিকে আধুনিক। লাল, সাদা আর হলুদ ফুলের কনট্রাস্ট তাকে দিয়েছে সাহসী ও দৃঢ় ব্যক্তিত্ব। জমকালো গয়না আর ওড়নার ভঙ্গিতে তিনি ফুটিয়ে তুলেছেন ফ্লোরালের ভিন্ন শক্তি—যা কোমলও হতে পারে, আবার শক্তিশালীও।
সোনাম বাজওয়া –প্যাস্টেল গোলাপি স্যুটে আভিজাত্য
সোনাম বাজওয়ার প্যাস্টেল গোলাপি স্যুট যেন নারীত্বের কোমলতম রূপ। নীল-গোলাপি ফুলের সূক্ষ্ম প্রিন্ট, হাতা ও কুর্তার কিনারায় ট্যাসেল আর লেইসওয়ার্ক তার সাজে এনেছে পরিমিত সৌন্দর্য। হালকা গয়না আর মিলিয়ে নেওয়া দুপাট্টায় তার লুক হয়েছে সম্পূর্ণ।
বলিউডের এই পাঁচ তারকা প্রমাণ করেছেন, ফ্লোরাল ফ্যাশন কেবল একটি ট্রেন্ড নয়—এটি এক সীমাহীন ক্যানভাস, যেখানে প্রতিটি নারী নিজের ভিন্ন আঙ্গিক ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারেন। এলিগ্যান্ট হোক কিংবা বোল্ড, ফ্লোরাল প্রিন্টে সবসময়ই থাকে আত্মবিশ্বাস আর সৌন্দর্যের অদম্য প্রকাশ।
-শারমিন সুলতানা
বাঘি ৪: মরুভূমির বুকে হারনাজের আগুনঝরা রূপ
বলিউডে শুরু হয়েছে নতুন উত্তেজনা—কারণ মিস ইউনিভার্স খেতাব জয়ী হারনাজ সাঁধু তার রূপালি পর্দায় অভিষেক করতে চলেছেন বহুল প্রতীক্ষিত ছবি বাঘি ৪-এর মাধ্যমে। ছবির নতুন গান ‘ইয়ে মেরা হুস্ন’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং এটি দর্শকের কাছে হয়ে উঠেছে এক অনন্য ভিজ্যুয়াল স্পেকটাকল।
সোনালি বালিয়াড়ি আর ঢেউ ভাঙা সমুদ্রতটে শুট করা এই গানটি হারনাজকে তুলে ধরেছে একদম ভিন্ন রূপে। ঝলমলে পোশাকে তার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি যেন পর্দাকে আগুন ধরিয়ে দিয়েছে। বোসকো মার্টিসের কোরিওগ্রাফিতে গানটির নাচে একদিকে রয়েছে আবেদনময়ী গ্রুভ, অন্যদিকে শক্তিশালী মুভমেন্টস—যা গানটির আবহকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।
গানটির সুরারোপ করেছেন তনিশক বাগচি, কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও। অভিজ্ঞ গীতিকার সমীর আঞ্জানের লেখা এই গানের কথায় ধরা দিয়েছে আধুনিক ছন্দের ভেতরে এক চিরায়ত সৌন্দর্য।
ভিডিওতে দর্শকরা আরও দেখতে পাবেন সঞ্জয় দত্তকে এক রাগী, ভয়ংকর চরিত্রে, আর টাইগার শ্রফ তার স্বভাবসুলভ অ্যাকশন দিয়ে হাজির হয়েছেন দাপুটে ভঙ্গিতে। এ ত্রয়ীর উপস্থিতি ছবির জন্য দর্শক আগ্রহকে আরও তুঙ্গে তুলেছে।
এর আগে বাঘি ৪ দর্শকদের উপহার দিয়েছে জনপ্রিয় গান ‘গুজারা’, ‘বাহলি সোহনি’ এবং ‘আকেলি লাইলা’। এবার ‘ইয়ে মেরা হুস্ন’ মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এবং প্রমাণ করছে যে ছবির অ্যালবামটি হতে চলেছে এ বছরের অন্যতম সেরা সংগীত সংকলন।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও এ. হর্ষা পরিচালিত বাঘি ৪-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাদিয়াদওয়ালা নিজেই। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এটি নির্মাতার প্রথম এ-রেটেড প্রযোজনা, যা দর্শকদের উপহার দেবে আরও তীব্র, রক্তাক্ত এবং রোমাঞ্চকর অ্যাকশন-ড্রামার অভিজ্ঞতা।
আগাম টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভক্তদের উচ্ছ্বাস ক্রমশ বাড়তে থাকায় আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫-এ মুক্তিপ্রাপ্ত বাঘি ৪ হতে পারে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার।
-শারমিন সুলতানা
জাহ্নবী কাপুরের ব্লাউজ ডিজাইনে ট্রেন্ডি ফ্যাশনের ছোঁয়া
বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা জাহ্নবী কাপুর শুধু অভিনয় দিয়েই নয়, বরং তার অনন্য ফ্যাশন সেন্স দিয়েও সমানভাবে আলোচনায় থাকেন। বিশেষ করে তার পরিধানের ব্লাউজ ডিজাইনগুলো ইতিমধ্যেই ট্রেন্ডসেটার হয়ে উঠেছে। যারা উৎসব বা বিশেষ অনুষ্ঠানে নিজেদের সাজকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চান, তাদের জন্য জাহ্নবী কাপুরের অনুপ্রাণিত ব্লাউজ ডিজাইন হতে পারে অনন্য অনুপ্রেরণা।
জাহ্নবীর ফ্যাশনে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত সমন্বয়। তিনি শাড়ির সঙ্গে যে ব্লাউজ পরেন, তাতে দেখা যায় নান্দনিক কাট, ব্যাকলেস স্টাইল, গভীর নেকলাইন কিংবা সিকুইন কাজের ঝলক। কখনো মিনিমাল লুক, আবার কখনো গ্ল্যামারাস সাজ—সব ক্ষেত্রেই তার ব্লাউজ ডিজাইন নারীদের কাছে নতুন ট্রেন্ডের দরজা খুলে দেয়।
তার স্টাইল শুধু তরুণ প্রজন্মকেই নয়, বরং সব বয়সী নারীকেই আকর্ষণ করে। কারণ, জাহ্নবীর প্রতিটি ডিজাইনে রয়েছে আরাম, আভিজাত্য ও সাহসী ফ্যাশন-চেতনার ছাপ। উৎসব, পার্টি বা বিয়ের আয়োজন—যেখানেই হোক না কেন, এই ব্লাউজ ডিজাইনগুলো সহজেই আপনার লুককে করে তুলতে পারে আভিজাত্যপূর্ণ ও অনন্য।
তাই যারা নিজেদের পোশাকে নতুনত্ব আনতে চান, তাদের জন্য এখনই সময় জাহ্নবী কাপুর-অনুপ্রাণিত কিছু ব্লাউজ ডিজাইন বুকমার্ক করে রাখার। এতে যেমন আপনার ফ্যাশন লুক হবে আধুনিক ও আকর্ষণীয়, তেমনি ফুটে উঠবে আত্মবিশ্বাসী ব্যক্তিত্বও।
- শারমিন সুলতানা
ঐতিহ্যের রঙে আলিয়া ভাটের উৎসবমুখর সাজ
বলিউড তারকা আলিয়া ভাট এ বছরও ঘরোয়া পরিবেশে আনন্দমুখরভাবে উদযাপন করলেন গণেশ চতুর্থী। ধর্মীয় এই উৎসবকে ঘিরে নিজের ঘরকে সাজিয়েছিলেন নান্দনিকভাবে এবং আয়োজন করেছিলেন পূজার বিশেষ রীতি। উৎসবে উপস্থিত ছিলেন তার শাশুড়ি নীতু কাপুরও। পারিবারিক এই মিলনমেলা ভক্তদের কাছে আরও বিশেষ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোয়।
আলিয়া ঐতিহ্যবাহী উৎসবের পোশাকে ঝলমলে উপস্থিত হন। শাড়ির সৌন্দর্যে ও সাদামাটা অথচ মার্জিত সাজে তিনি অনায়াসে দৃষ্টি কেড়ে নেন। পাশে ছিলেন নীতু কাপুরও, যিনি সবসময়ই পরিবারকে একসঙ্গে ধরে রাখতে পরিচিত। মা ও পুত্রবধূর এই আন্তরিক উপস্থিতি ভক্তদের চোখে ফুটে উঠেছে পারিবারিক উষ্ণতা ও একতার প্রতীক হিসেবে।
উৎসবে অপরিহার্য মোদকও ছিল বিশেষ আকর্ষণ। গণেশ পূজায় এই মিষ্টি খাবারকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। আলিয়া নিজ হাতে প্রসাদ সাজিয়ে অতিথিদের পরিবেশন করেন, যা অতিথিদের কাছে আবেগঘন অভিজ্ঞতা হয়ে ওঠে।
গণেশ চতুর্থীর এই আয়োজন শুধু আলিয়ার ধর্মীয় ভক্তি নয়, বরং তার পরিবারের সঙ্গে নিবিড় সম্পর্কের প্রতিফলনও বটে। বলিউডের ব্যস্ত শুটিং সূচির মধ্যেও তিনি পারিবারিক উৎসবে সময় বের করে নিয়েছেন, যা তার ব্যক্তিগত জীবন ও মূল্যবোধকে আরও উজ্জ্বলভাবে প্রকাশ করেছে।
- শারমিন সুলতানা
টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু: তারকাখচিত ৫০তম আসরে তারকাদের উৎসব শুরু
উত্তর আমেরিকার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (টিআইএফএফ) বৃহস্পতিবার শুরু হয়েছে। ৫০তম বর্ষপূর্তির এই আসরে রেড কার্পেটে ভিড় জমাচ্ছেন হলিউডের নামজাদা তারকারা, আর মঞ্চে উঠছে বহুল প্রতীক্ষিত বিশ্বপ্রিমিয়ার চলচ্চিত্র।
কান কিংবা ভেনিসের ঐতিহাসিক আভিজাত্য না থাকলেও, আয়োজনের ব্যাপকতা ও দর্শকপ্রিয়তার দিক থেকে টিআইএফএফ অনেকখানি এগিয়ে। ১১ দিনের এই উৎসবকে অস্কার মৌসুমের অন্যতম প্রধান লঞ্চপ্যাড বলা হয়, যেখানে তারকাদের পাশাপাশি সমবেত হন সমালোচক ও প্রায় চার লাখ দর্শক।
এবারের বিশেষ বর্ষপূর্তিতে পর্দায় আসছেন রাসেল ক্রো, সিডনি সুইনি, ড্যানিয়েল ক্রেগ, ম্যাথিউ ম্যাককনাহে, পল মেসকাল, অ্যাঞ্জেলিনা জোলি এবং আনয়া টেলর-জয়। ইউরোপীয় স্বাদ যোগ করছেন ফরাসি পরিচালক রোমেন গাভরাস, ক্লেয়ার দেনি এবং আরনো দেসপ্লেশিন।
সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ক্রোর অভিনীত ঐতিহাসিক ড্রামা “নুরেমবার্গ”, যেখানে তিনি নাৎসি নেতা হারমান গোরিংয়ের ভূমিকায় রামি মালেকের বিপরীতে হাজির হচ্ছেন। সুইনি হাজির হচ্ছেন জীবনীভিত্তিক ছবি “ক্রিস্টি”-তে, যা মার্কিন নারী বক্সিং কিংবদন্তি ক্রিস্টি মার্টিনের জীবনের গল্প। অন্যদিকে, ম্যাককনাহে ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে স্কুলশিশুদের উদ্ধারের কাহিনি নিয়ে এসেছেন অ্যাকশন থ্রিলার “দ্য লস্ট বাস”-এ।
জনপ্রিয়তা ধরে রাখতে তৃতীয়বারের মতো ফিরছে নেটফ্লিক্সের গোয়েন্দা ধাঁধাঁর ফ্র্যাঞ্চাইজি “নাইভস আউট”-এর নতুন কিস্তি “ওয়েক আপ ডেড ম্যান”। জেমস বন্ডখ্যাত ড্যানিয়েল ক্রেগ আবারও খুনের রহস্য উন্মোচনে মাঠে নামছেন।
ফরাসি চলচ্চিত্রকারদের মধ্যে ক্লেয়ার দেনি এনেছেন আফ্রিকান নির্মাণ সাইটে রহস্যজনক মৃত্যুর কাহিনি “দ্য ফেন্স”। দেসপ্লেশিনের “টু পিয়ানোস”-এ রয়েছেন শার্লট র্যাম্পলিং, আর জোলি যুক্ত হয়েছেন অ্যালিস উইনোকোরের ফ্যাশন ড্রামা “ক্যুচার”-এ। গাভরাসের ব্যঙ্গাত্মক ছবি “স্যাক্রিফাইস”-এ একদিকে পরিবেশবাদী চরিত্রে টেলর-জয়, অন্যদিকে ম্লান তারকা ক্রিস ইভান্স।
হাস্যরসাত্মক চলচ্চিত্রেও রয়েছে তারকার ভিড়। কিয়ানু রিভসকে দেখা যাবে এক অদক্ষ দেবদূত হিসেবে আজিজ আনসারির কমেডি “গুড ফর্চুন”-এ। চ্যানিং ট্যাটাম অভিনয় করেছেন বাস্তব কাহিনিনির্ভর “রুফম্যান”-এ, যেখানে তিনি খেলনার দোকানে লুকিয়ে থাকা এক পলাতক আসামির চরিত্রে। টোকিও-ভিত্তিক “রেন্টাল ফ্যামিলি” ছবিতে ব্রেন্ডন ফ্রেজার অভিনয় করেছেন একাকী অভিনেতা হিসেবে, যাকে অন্ত্যেষ্টিক্রিয়া ও বিয়েতে ভাড়া করা হয়।
টরন্টো উৎসবে রয়েছে সাহিত্য ও কিংবদন্তির অনুপ্রেরণাও। অস্কারজয়ী ক্লোই ঝাও পরিচালিত “হ্যামনেট”-এ পল মেসকালকে দেখা যাবে তরুণ শেক্সপিয়ার হিসেবে, তবে গল্পের মূল চরিত্র তাঁর স্ত্রী অ্যাগনেস, যার ভূমিকায় আছেন জেসি বাকলি। পরিচালক এডওয়ার্ড বার্গারের “ব্যালাড অব আ স্মল প্লেয়ার”-এ কলিন ফারেলকে দেখা যাবে ভাগ্যহীন এক জুয়াড়ির চরিত্রে, যাকে টিলডা সুইন্টনের অনুসন্ধানী চরিত্র তাড়া করছে মাকাওর ক্যাসিনোতে।
ভেনিস থেকে সরাসরি আসছে গিয়েরমো দেল তোরোর “ফ্রাঙ্কেনস্টাইন”-এর পুনর্নির্মাণ। এছাড়া রেগেটন তারকা জে বালভিন তাঁর অভিষেক ঘটাচ্ছেন “লিটল লরেন”-এ, যেখানে তিনি মাদকবিরোধী অভিযানে ৮০-এর দশকের পুলিশ অফিসারের ভূমিকায়। পপ তারকা চার্লি এক্সসিএক্স হাজির হচ্ছেন গাভরাসের “স্যাক্রিফাইস” এবং পোলিশ আর্টহাউস ছবি “এরুপচিয়া”-তে।
বর্ষপূর্তির বিশেষ আকর্ষণ হিসেবে বাজ লুহরম্যান আনছেন “ইপিক: এলভিস প্রেসলি ইন কনসার্ট”, যেখানে কিংবদন্তি এলভিসের অপ্রকাশিত ফুটেজ নতুনভাবে উপস্থাপিত হবে।
টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
-সুত্রঃ এ এফ পি
রাজনাথ সিংয়ের বাসভবনে সালমান, হঠাৎ সাক্ষাতে জল্পনা
বলিউড সুপারস্টার সালমান খান হঠাৎই নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে হাজির হয়ে সবার কৌতূহল জাগালেন। রোববার (১ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর এই অপ্রত্যাশিত সাক্ষাৎকে ঘিরে বিনোদন জগতে নানা জল্পনা শুরু হয়েছে কেনই বা ভাইজান সরাসরি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেন?
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে লেহ–লাদাখে শুরু হতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি ব্যাটল অফ গালওয়ান–এর শুটিং। সিনেমার কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য প্রতিরক্ষামন্ত্রকের আনুষ্ঠানিক অনুমতি প্রয়োজন ছিল। সেই কারণেই সালমান সরাসরি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন।
২০২০ সালের ভারত–চীন সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। এখানে শহীদ কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান খান। চরিত্রটিকে প্রাণবন্ত করতে গত দুই মাস ধরে তিনি বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। প্রতিদিন কঠোর শারীরিক অনুশীলন, অস্ত্র চালনা শেখা এবং প্রেশার চেম্বারে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তুলছেন।
এর আগে আগস্টে ছবির কয়েকটি প্রাথমিক দৃশ্য ধারণ করা হলেও মূল অ্যাকশন সিকোয়েন্সগুলো লাদাখেই চিত্রায়িত হবে। এজন্যই প্রতিরক্ষামন্ত্রকের বিশেষ ছাড়পত্র অপরিহার্য ছিল। অনুমতির বিষয়টি নিশ্চিত করতে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের পথ বেছে নেন সালমান।
সম্প্রতি সিনেমাটির টিজার পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক সাড়া ফেলে। পোস্টারে দেখা যায়, সেনার পোশাকে সালমানের চোখে প্রতিশোধের আগুন, রক্তাক্ত মুখাবয়ব দীর্ঘদিন পর দর্শকরা যেন নতুন করে ‘দাবাং’ অবতারে ভাইজানকে খুঁজে পান। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, আর ট্রেন্ডিং তালিকায় উঠে আসে ছবিটি।
ছবিটি পরিচালনা করছেন শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা–খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। সালমানের বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং, যিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। দেশপ্রেমের আবহে নির্মিত এই সিনেমা নিয়ে দর্শক–অনুরাগীদের প্রত্যাশা আকাশচুম্বী। অনেকেই ধারণা করছেন, মুক্তির পর ছবিটি সহজেই ৫০০ কোটির ব্যবসা করবে।
প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছিল সালমানের সিকান্দার। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দিতে পারেনি সেই ছবি। তাই এবার দেশপ্রেমভিত্তিক ব্যাটল অফ গালওয়ান–এর মাধ্যমে আবারও বক্স অফিসে শক্তিশালী প্রত্যাবর্তন ঘটাতে চান বলিউডের এই সুপারস্টার।
-শরিফুল
রাশমিকা এবার ভূত হয়ে আসছেন
তামিল চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’ আবার বড় পর্দায় ফিরছে। এই সিরিজের পঞ্চম কিস্তি ‘কাঞ্চনা ৪’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবরে সেই আগ্রহ আরও বেড়ে গেছে। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এই ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
ভারতের একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকাকে ‘কাঞ্চনা ৪’-এর জন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নির্বাচন করা হয়েছে এবং সম্ভবত তিনি এতে অতিপ্রাকৃত ভূমিকায় অভিনয় করবেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই গুঞ্জনে ‘কাঞ্চনা’ ভক্তদের কৌতূহল তুঙ্গে।
যদি এই খবর সত্যি হয়, তবে এটি হবে রাশমিকা মান্দানার প্রথম হরর সিনেমা। এর আগে তিনি মূলত রোমান্টিক, পারিবারিক ও নাটকীয় চরিত্রে অভিনয় করেছেন। ‘কাঞ্চনা’ সিরিজের ভূতের চরিত্রগুলো বরাবরই সিনেমার মূল আকর্ষণ হয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, রাশমিকার জনপ্রিয়তা এই ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
‘কাঞ্চনা ৪’-এ রঘব লরেন্সের পাশাপাশি পূজা হেগড়ে ও নোরা ফাতেহিও থাকছেন। ছবিটির পরিচালনা করছেন রঘব লরেন্স নিজেই। এর আগের সিরিজগুলো—‘মুনি’ (২০০৭), ‘কাঞ্চনা’ (২০১১), ‘কাঞ্চনা ২’ (২০১৫) এবং ‘কাঞ্চনা ৩’ (২০১৯)—সবগুলোই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল।
বর্তমানে ‘কাঞ্চনা ৪’-এর শুটিং চলছে। নির্মাতারা শিগগিরই ছবিটির অফিসিয়াল পোস্টার ও চরিত্র ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।
/আশিক
বুয়েটে কেউ পাত্তা দিত না: ব্যক্তিগত জীবনের গল্প শোনালেন অপি করিম
বাংলাদেশের নন্দিত অভিনেত্রী অপি করিম। ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয়, মডেলিং, উপস্থাপনা এবং নৃত্য—সব ক্ষেত্রেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে তিনি তার ব্যক্তিজীবনের এক মজার গল্প শোনালেন। অপি করিম জানিয়েছেন, তার ভার্সিটি বুয়েটে তাকে কেউ-ই পাত্তা দিতেন না।
স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে তিনি বুয়েটে শিক্ষকতাও করেছেন। কিন্তু সেখানেই তার ডিপার্টমেন্টের কেউ তাকে বিশেষ পাত্তা দিতেন না বলে জানান তিনি।
অপি করিম বলেন, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা ছাড়ত। তার আগেই শিক্ষার্থীরা বাসটা ভরাট করে ফেলত। আমাকে কেউ কোনো দিন একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়ে-ই গিয়েছি বেশিরভাগ দিন।”
অভিনেত্রী বলেন, “বুয়েটে আমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির যত্ন করত। কিন্তু বুয়েটে আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে শিক্ষক, বন্ধু, সিনিয়র, জুনিয়র, কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি।”
তবে এই বিষয়টিকে তিনি উপভোগ করেছেন এবং তার প্রয়োজনও ছিল বলে জানান। এর ফলে তার কখনো মনে হয়নি যে সবাই তাকে অতিরিক্ত মনোযোগ দিচ্ছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে র্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপি করিম। তিনি জানান, তাকে সবাই রাগী মনে করলেও তিনি আসলে আত্মভোলা। খাবারের ক্ষেত্রে সাদা পোলাও তার বেশ পছন্দ। তিনি মাহফুজ আহমেদের সঙ্গে বেশি নাটকে কাজ করলেও দর্শক তাকে পার্থ বড়ুয়ার সঙ্গেই বেশি পছন্দ করেন।
/আশিক
গ্ল্যামারাস রূপে হানিয়া আমির, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
গ্ল্যামার ও প্রতিভার মিশেলে প্রতিনিয়ত নতুন সাফল্য পাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি প্রকাশিত আইএমডিবি (IMDb)-র ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে তিনি পাকিস্তানের জন্য এক গৌরবের মুহূর্ত বয়ে এনেছেন। আর এই সাফল্যের আলোয় ঘেরা আবহেই হানিয়ার সাম্প্রতিক কিছু লুক ভক্তদের মুগ্ধ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে প্রশংসার ঝড়।
গ্ল্যামারাস লুকে হানিয়া
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনটি ছবিতে নিজেকে এক গ্ল্যামারাস ও ভিন্ন লুকে তুলে ধরেছেন হানিয়া আমির। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, তিনি একটি ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউন পরেছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিট কাটের কারণে তার সাজে এসেছে বাড়তি আভিজাত্য।
এদিন তার চুলের সাজেও দেখা গেছে ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল, উজ্জ্বল মেকআপ এবং স্টাইলিশ পোজে এই তারকা সহজেই ভক্তদের মন জয় করে নিয়েছেন। তার এই নতুন লুক মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স।
/আশিক
পাঠকের মতামত:
- খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভারতের দল: রাশেদ খান
- চাঁদাবাজদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না: চরমোনাইর পীর
- আফগানিস্তানে নতুন আতঙ্ক: বাড়ি থেকেও আশ্রয়হীন হাজারো পরিবার
- লিটনের ব্যাটে ঝড়, শেষ টি-টোয়েন্টিতে দারুণ শুরু বাংলাদেশের
- ইতালির পথে আবারও ট্রাজেডি, ভূমধ্যসাগরে প্রাণহানি
- মাত্র ২২০ টাকায় মিলল পুলিশে চাকরি
- তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা দিলেন আহমেদ আযম খান
- গণঅধিকার পরিষদের বিক্ষোভে অচল পল্টন মোড়
- চায়ে ঘুমের ওষুধ খাইয়ে একই প্রেমিকের সঙ্গে দুই গৃহবধূর পলায়ন
- ড. ইউনূসের নতুন ভিশন: সমুদ্রই হবে বিশ্বের পথে বাংলাদেশের মহাসড়ক
- মাতারবাড়ী-মহেশখালী হবে বাংলাদেশের সিঙ্গাপুর: আশিক চৌধুরী
- ড. ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন হতে পারে: জাহেদ উর রহমান
- সৌদি রাজতন্ত্রের অজানা অধ্যায়: ক্ষমতার জন্য বাবা ও ভাইদের ছাড় দিলেন না মোহাম্মদ বিন সালমান
- ইসি’র ঘোষণায় রাজনৈতিক মহলে জল্পনা: তাহলে কি আওয়ামী লীগ বাদ পড়তে যাচ্ছে?
- মহাকাশে ইসরায়েলের নতুন নজরদারি: উৎক্ষেপণ হলো ‘ওফেক-১৯’
- ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন
- শেয়ারবাজারে আজ বড় লোকসান দিল যেসব কোম্পানি
- শেয়ারবাজারে ফিরল স্বস্তি, শীর্ষে থাকা কোম্পানির তালিকা প্রকাশ
- জাতীয় পার্টির পাশাপাশি জামায়াতকেও কাঠগড়ায় তুললেন রুমিন ফারহানা
- পিআর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে রিজভী: ‘জনগণ তো এটা চায় না’
- নুরের ওপর হামলা প্রমাণ করে দেশ এখনও স্বৈরাচারমুক্ত নয়: দুদু
- অন্তর্বর্তী সরকার এখন বিএনপি ও জামায়াতের নির্দেশে চলছে: সামান্তা শারমিন
- চীনের সামরিক মহড়া: প্রকাশ্যে এলো নতুন পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তি
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত তারিখেই ভোট
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র
- বাংলাদেশি ওষুধের সাফল্য: যুক্তরাজ্যে রেনেটার নতুন পদচারণা
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- বেইজিংয়ে একসাথে শি–পুতিন–কিম এর ঐতিহাসিক মুহূর্ত
- বলিউডের তারকাদের ফ্লোরাল ফ্যাশন: ঋতুভেদে সৌন্দর্যের নতুন সংজ্ঞা
- বান্দরবানে সেনা অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ঘাঁটি দখল
- ঢাবি শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- বাঘি ৪: মরুভূমির বুকে হারনাজের আগুনঝরা রূপ
- সৌদি আরবে মূল পর্বের স্বপ্নে যাত্রা শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের
- পাকিস্তানে একদিনে তিন হামলা: নিহত অন্তত ২৫
- কাস্টমস-ভ্যাট-আয়করের জটিলতা সমাধানে এনবিআরের নতুন উদ্যোগ
- দেড় বছর পর ঢাকায় স্থায়ী রাষ্ট্রদূত পাচ্ছে যুক্তরাষ্ট্র
- রোনালদোর শেষ বিশ্বকাপ স্বপ্ন শুরু হচ্ছে
- শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেনে গতি
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগাভাগির নিয়ম
- লেনদেনহীন সকালে শেয়ারবাজারে নীরবতা নেমে এল
- নিউ লাইন ক্লোদিংস নিয়ে শেয়ারবাজারে নতুন প্রশ্ন
- জার্মানিতে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইশরাক-চাশত-আওয়াবীন: কোন সময় কত রাকাআত পড়বেন?
- স্টার্ট-আপের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল
- গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী, পালিয়ে থাকা নেতাদের জন্য কড়া নিয়ম
- নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
- আজকের খেলাধুলার সরাসরি সম্প্রচারসূচি
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- ছেলের আত্মহত্যার জন্য দায়ী ChatGPT’: কাঠগড়ায় OpenAI
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- ২৮ আগস্ট দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানি
- জুলাই সনদ নিয়ে মতভেদ চরমে, আজ তিন দলের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের সামগ্রিক বিশ্লেষণ
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ আগস্ট শীর্ষ ১০ গেইনার তালিকা
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিএসই ব্লক মার্কেটে বড় লেনদেন
- সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র