ড. ইউনূসকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১০:৩৯:৩৯
ড. ইউনূসকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

গত ১৯ জুলাই শনিবার, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ চলাকালে তিনি দুই দফায় অসুস্থ হন, যার ফলে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি বাসায় ফেরেন।

পরদিন রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অসুস্থতা পরবর্তী সময়ে যারা খোঁজ নিয়েছেন ও সহানুভূতি প্রকাশ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। বিশেষভাবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পোস্টে তিনি লেখেন, “সমাবেশে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার খোঁজ নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। তার এই সহানুভূতি আমি কখনো ভুলব না। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।”

এর আগে একাধিক পোস্টে তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি বিশ্রামের জন্য বাসায় অবস্থান করছেন। একইসঙ্গে তিনি সমাবেশে বিভ্রাট ঘটায় দুঃখ প্রকাশ করে বলেন, এই ঘটনা অনিচ্ছাকৃত এবং এতে নিশ্চয়ই কোনো কল্যাণ নিহিত রয়েছে।

তিনি আরও বলেন, অসুস্থতা পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেক নেতৃবৃন্দ তার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন। হাসপাতালে অবস্থানকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন ধর্মীয়-রাজনৈতিক সংগঠনের নেতারাও সাক্ষাৎ করেন।

শফিকুর রহমান তার পোস্টে আরও জানান, প্রবাসী বাংলাদেশিসহ বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি উপদেষ্টারা তার সুস্থতা কামনায় যোগাযোগ করেছেন। তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আল্লাহ যেন তাদের এই ভালোবাসা ও আন্তরিকতার উত্তম প্রতিদান দেন।”

পোস্টের শেষাংশে তিনি আল্লাহর প্রতি প্রার্থনা করে লেখেন, “রাব্বুল আলামীন যেন আমাকে জীবনের বাকি সময়টুকু তাঁর পছন্দ অনুযায়ী মানবতার কল্যাণে কাজে লাগানোর তাওফিক দেন। আমিন।”

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ