বাসায় ফিরলেন জামায়াত আমির, সকলের প্রতি জানালেন কৃতজ্ঞতা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১০:০১:৫৭
বাসায় ফিরলেন জামায়াত আমির, সকলের প্রতি জানালেন কৃতজ্ঞতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অসুস্থতা থেকে অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

স্ট্যাটাসে ডা. শফিক বলেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ করে বিশ্রামের জন্য বাসায় ফিরেছি।”

নিজের অসুস্থতার কারণে পূর্বঘোষিত একটি সমাবেশে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, “আমার এই সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে বিঘ্ন ঘটেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এটি ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যেও কোনো কল্যাণ রেখেছেন।”

স্ট্যাটাসে তিনি আরও জানান, অসুস্থতার খবর শুনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তি তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ও দোয়া করেছেন। হাসপাতালে অবস্থানকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলামসহ ইসলামী ও জাতীয় বিভিন্ন দলের নেতারা তার খোঁজখবর নিয়েছেন।

সরকারি মহল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের এই ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামীন যেন আপনাদের দেন।”

স্ট্যাটাসের শেষভাগে আল্লাহর দরবারে দোয়া করে ডা. শফিক লেখেন, “রাব্বুল আলামীন যেন তার এই গোলামকে অবশিষ্ট জীবন মানবতার কল্যাণে ব্যয় করার তাওফিক দেন। আমিন।”

পরদিন রোববার সকালে আরেকটি স্ট্যাটাসে তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অসুস্থ হওয়ার পর জামায়াতের প্রধান উপদেষ্টা তাঁর খোঁজ নিয়েছেন এবং প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। এ সহমর্মিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে উপদেষ্টার উত্তম প্রতিদান কামনা করেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ