বলিউড

প্রথম দিনেই বাজিমাত, বলিউডে চমক দেখালেন আহান পান্ডে!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ২১:৫৫:৫৯
প্রথম দিনেই বাজিমাত, বলিউডে চমক দেখালেন আহান পান্ডে!
ছবিঃ সংগৃহীত

মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হলো আহান পান্ডে ও অনীত পাড্ডার। প্রেমের গল্পে ভরপুর এই সিনেমা মুক্তির প্রথম দিনেই তৈরি করেছে নতুন রেকর্ড। শুক্রবার প্রেক্ষাগৃহে আসা ছবিটি একদিনেই প্রায় ২০ কোটি রুপি আয় করেছে, যা সাম্প্রতিককালে নতুন কোনো অভিনেতার ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য।

রোমান্টিক ঘরানার এই ছবিটি দর্শকদের মনে দাগ কেটেছে—সিনেমা হল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ‘সাইয়ারা’ নিয়ে চলছে আলোচনা। দর্শকরা আহান ও অনীতের নতুন জুটিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন।

আহান পান্ডে এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় এলেন, আর তার পারফরম্যান্সে মুগ্ধ দর্শক ও সমালোচকরা। অনীত পাড্ডা এর আগেও ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করলেও, মূলধারার সিনেমায় এটা তার প্রথম বড় সুযোগ।

৪৫ কোটি রুপি বাজেটের ‘সাইয়ারা’ ছবির প্রথম দিনের আয়ে বিস্ময় প্রকাশ করেছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। বলা হচ্ছে, গত ১৫ বছরে আর কোনো নতুন অভিনেতা এত বড় ওপেনিং দিতে পারেননি। অন্য স্টারকিডদের তুলনায় আহানের এই সাফল্য অনেকটাই এগিয়ে।

উদাহরণস্বরূপ, আমির খানের ছেলে জুনাইদের ছবি ‘লাভইয়াপা’ আয় করেছিল মাত্র ১.১৫ কোটি রুপি, শ্রীদেবীর কন্যা খুশি কাপুরের ছবির আয় ছিল ১.৫ কোটি। অন্যদিকে, সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার ছবির প্রথম দিনের আয় ছিল মাত্র ৩০ লাখ রুপি।

এমনকি জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডের অভিষেক ছবির আয় ছিল ১২.৬ কোটি, আর জাহ্নবী কাপুরের ছিল ৮.৭১ কোটি রুপি। সেই তুলনায় আহানের ‘সাইয়ারা’ অনেক এগিয়ে।

২০২৫ সালের হিসাবে, প্রথম দিনে সর্বোচ্চ আয় করা ছবিগুলোর মধ্যে ‘সাইয়ারা’ এখন চতুর্থ। উপরের তিনটি ছবি হলো ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’।

পরিচালক মোহিত সুরিও এই ছবির মাধ্যমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছেন। তার পূর্ববর্তী সেরা ছিল ‘এক ভিলেন’ (১৭ কোটি আয়)।

যেভাবে শুরু হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে—‘সাইয়ারা’ সামনে আরও অনেক রেকর্ড গড়তে পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ