পিআর নিয়ে যারা চিল্লাচ্ছেন, তারা একেকটা সিট পাওয়ার আশায় ব্যস্ত: সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ২১:২৩:৫২
পিআর নিয়ে যারা চিল্লাচ্ছেন, তারা একেকটা সিট পাওয়ার আশায় ব্যস্ত: সালাহউদ্দিন
গোলটেবিল আলোচনায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবিঃjagonews24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানকে যদি নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়, তাহলে যারা সেখানে একটা সিট পাবে, তারাই এখন পিআর পিআর করে চিৎকার করছে।’

শনিবার (১৯ জুলাই) রাজধানীর এক হোটেলে ‘জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এই আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস।

সালাহউদ্দিন বলেন, ‘আমরা এখনো দেশের মানুষকে ইভিএমে ভোট দিতে শেখাতে পারিনি। অথচ এখনই পিআর নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি, তবু একটি দল সোহরাওয়ার্দী উদ্যানে পিআর নিয়ে সমাবেশ করছে।’

তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ঝুলন্ত পার্লামেন্টের সৃষ্টি হতে পারে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হবে।

গণঅভ্যুত্থান ও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, ‘৫ আগস্টের আগে আমরা সবাই এক ছিলাম, এখন একেক দল একেক দিকে চলে গেছে। জামায়াত, বিএনপি, এনসিপি সবাই বিভক্ত। কেউ কেউ নিজের রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ আঁকড়ে ধরেছে। এতে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।’

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, যেন ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাই সোচ্চার হয়।

সালাহউদ্দিন আরও বলেন, ‘জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসবে, ততই গুজব ও অপপ্রচার বাড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং গুজবের বিরুদ্ধে এখনই প্রস্তুতি না নিলে সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে পড়বে।’

আলোচনায় আরও উপস্থিত ছিলেন—বিশ্বব্যাংকের সাবেক পুষ্টিবিদ জিয়াউদ্দিন হায়দার, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বুলবুল আশরাফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তানভীর হাবিব জুয়েল, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, গবেষক ড. জালাল উদ্দীন শিকদার, এনসিপির যুগ্ম সম্পাদক তুহিন খান, বিআরএআইএন-এর প্রধান সমন্বয়কারী সাদিক মাহমুদ, শাসন ও সংস্কার বিশেষজ্ঞ নাদিয়া নিভিন, সমাজকর্মী ড. বনানী বিশ্বাস, অধ্যাপক ড. সালমা বেগম, ইন্টারনিউজ করেসপন্ডেন্ট শামীম আরা শিউলি, বিএনপির ফারজানা শারমিন পুতুল এবং জাতীয় মুক্তি পরিষদের সম্পাদক ফায়েজুল হাকিম লালা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ