তারেক রহমানের আহ্বান: ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ২০:৩৬:২৫
তারেক রহমানের আহ্বান: ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে
বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, "কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ বা চরমপন্থা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।"

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সভাটি আয়োজন করা হয়েছিল ২০২৪ সালের গণ-আন্দোলনে শহীদদের স্মরণে।

তারেক রহমান বলেন, “জাতির শ্রদ্ধেয় শহীদ মুক্তিযোদ্ধাদের মতো ২০২৪ সালের শহীদরাও ইতিহাসে গৌরবের স্থান পাবেন।” তিনি মনে করিয়ে দেন, কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও ১৬ জুলাইয়ের পর তা সাধারণ মানুষের গণজাগরণে রূপ নেয়। তিনি বলেন, আন্দোলনকে কোনো একক দলের নামে না চালিয়ে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়েও প্রশ্ন উঠছে।” সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

তারেক রহমান শহীদদের উদ্দেশ্যে বলেন, "তাদের স্বপ্নের বাংলাদেশ গড়াই আমাদের দায়িত্ব। সেই বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন জনগণের সরকার—যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।"

তিনি রাজনৈতিক সচেতনতা, দায়িত্বশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সবার প্রতি আহ্বান জানান যেন ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে কোনো ফ্যাসিবাদী শক্তি পুনরায় ফিরে আসতে না পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ