হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ২০:০৮:৪৭
হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। ছবিঃ কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে অসুস্থ জামায়াত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বিকেলে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তিনি প্রথমবারের মতো মঞ্চে পড়ে যান। পরে অন্য নেতাদের সহায়তায় উঠে দাঁড়ান এবং বক্তৃতা চালিয়ে যান।

তবে কয়েক মিনিট পর আবারও অসুস্থতা অনুভব করলে বুক চেপে ধরে বসে পড়েন তিনি। তবুও বসা অবস্থায় তিনি বক্তব্য চালিয়ে যান। উপস্থিত নেতারা তাঁকে ঘিরে সাপোর্ট দেন ও মাথায় বাতাস করেন।

বক্তব্যে শফিকুর রহমান বলেন, “আল্লাহ যতক্ষণ হায়াত রেখেছেন, ততটুকুই বাঁচব, এক মিনিটও বেশি না। এতে বিচলিত হওয়ার কিছু নেই।” তিনি শহীদি মৃত্যু লাভের প্রার্থনা করেন এবং ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে নিজের বক্তব্য শেষ করেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ