সংস্কার হবেই, কেউ পিআর বুঝুক বা না বুঝুক: নাহিদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৯:৪৩:৫০
সংস্কার হবেই, কেউ পিআর বুঝুক বা না বুঝুক: নাহিদ
কক্সবাজার সমাবেশে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: যুগান্তর

নাহিদ ইসলামের সংস্কার দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার এখন সময়ের দাবি। তিনি বলেন, দেশের জনগণ ও কক্সবাজারবাসী বহুদিন ধরে ন্যায়বিচার ও পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। এ কারণেই জুলাই মাসেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' ও জনসমাবেশে এসব কথা বলেন এনসিপি নেতা। তিনি জানান, দেশের উন্নয়নে সবচেয়ে জরুরি হলো নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ। এজন্য একটি শক্তিশালী কমিশন গঠনের আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “সংস্কার কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, এটি দেশের জন্য অত্যন্ত জরুরি। পিআর ব্যবস্থা হোক বা নির্বাচন পদ্ধতি—সবক্ষেত্রেই জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। কেউ বুঝুক বা না বুঝুক, সংস্কার হবেই।”

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এনসিপির জনসভা থেকে ‘জুলাই সনদ’ আদায়ের ঘোষণা আসবে।

কক্সবাজারের অতীত প্রসঙ্গে তিনি বলেন, একসময় এই এলাকা ছিল সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য। তিনি দাবি করেন, বর্তমান সরকার সেই গডফাদারদের দমন করেছে এবং ভবিষ্যতেও কাউকে এ ধরনের শক্তিতে পরিণত হতে দেওয়া হবে না।

জুলাই আন্দোলনে কক্সবাজারবাসীর অংশগ্রহণকে স্মরণ করে নাহিদ বলেন, “আপনারা এই আন্দোলনে লড়েছেন, সন্তান হারিয়েছেন। এমনকি রোহিঙ্গা যুবক নুর মোস্তফাও জীবন দিয়েছেন। আমরা তার নাম তালিকাভুক্ত করার দাবি জানাই।”

কক্সবাজারকে দেশের সম্ভাবনাময় একটি অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশ সামুদ্রিক উন্নয়নে অগ্রসর হচ্ছে। এই লক্ষ্যে কক্সবাজারকে একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিনসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ১৯ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটে কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের শহীদ দৌলত ময়দানে গিয়ে জনসমাবেশে পরিণত হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ