বিএনপির আচরণ লিগের মতো হচ্ছে: অভিযোগ হান্নান মাসউদের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৯:৩২:১৭
বিএনপির আচরণ লিগের মতো হচ্ছে: অভিযোগ হান্নান মাসউদের

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে দেওয়ার অভিযোগ তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি জানান, চকরিয়ায় বিএনপির কর্মীরা এনসিপির গাড়িবহর আটকে রেখেছে এবং স্লোগান দিচ্ছে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের নামে।

ফেসবুক পোস্টে মাসউদ লেখেন, "লোহাগড়ায় আমাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। ১৬ বছর ধরে যেমন লীগ এসব করে এসেছে, এখন আপনারা (বিএনপি) একই কায়দায় আচরণ করছেন। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাদের ভাগ্যও হয় ইতিহাসের পুনরাবৃত্তি। যদি তাদের পরিণতি থেকে আপনারা কিছু না শিখে থাকেন, তাহলে একই পরিণতির জন্য প্রস্তুত থাকুন।”

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ