পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার বাস্তবায়ন হবেই: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৯:০২:৩১
পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার বাস্তবায়ন হবেই: নাহিদ ইসলাম

কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও জনসমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও কাঠামোগত রাজনৈতিক সংস্কারের জন্য অপেক্ষা করছে। তাই এই জুলাই মাসেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তার ভাষায়, “কেউ পিআর (Proportional Representation) পদ্ধতি বুঝুক বা না বুঝুক, সংস্কার হবেই, কারণ এটাই জনগণের চাওয়া এবং দেশের উন্নতির একমাত্র পথ।”

শনিবার (১৯ জুলাই) শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে নাহিদ ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ নিরাপদ ও সুশাসন নিশ্চিত করতে হলে উচ্চকক্ষে পিআর পদ্ধতির বাস্তবায়ন এবং নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে। তিনি বলেন, “সংস্কার কোনো দলীয় ইস্যু নয়, বরং এটি জাতির কল্যাণ ও টেকসই গণতন্ত্রের ভিত্তি। সেজন্য সব রাজনৈতিক দলকে এখনই সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে।”

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে যে জনসভা অনুষ্ঠিত হবে, সেখান থেকেই “জুলাই সনদ” আদায়ের লক্ষ্যে চূড়ান্ত আহ্বান জানানো হবে। এই সনদ হবে দেশ গঠনের একটি মৌলিক রাজনৈতিক দলিল, যা ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোর রূপরেখা নির্ধারণে ভূমিকা রাখবে।

সমাবেশে নাহিদ ইসলাম অতীতের ফ্যাসিবাদী শাসনের সময় কক্সবাজারের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, একসময় এই অঞ্চল ছিল মাদক, সন্ত্রাস ও গডফাদারদের অভয়ারণ্য। নারায়ণগঞ্জের মতো এখানেও ভয়ভীতি ছিল সাধারণ মানুষের জীবনের বাস্তবতা। তিনি দাবি করেন, বর্তমান সরকার সেই গডফাদারদের সরিয়ে দিয়েছে এবং এনসিপি ভবিষ্যতে কোনো নতুন গডফাদার তৈরি হতে দেবে না।

কক্সবাজারবাসীর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “জুলাই আন্দোলনে এই এলাকার সন্তানরা প্রাণ দিয়েছে। এমনকি এক রোহিঙ্গা যুবক, নুর মোস্তফা, বাংলাদেশের ন্যায়ের লড়াইয়ে জীবন দিয়েছে। আমি তাকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানাই।” পাশাপাশি তিনি কক্সবাজারকে বঙ্গোপসাগরকেন্দ্রিক বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক শক্তির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এই জনসমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ১৯ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২টার দিকে শহীদ দৌলত ময়দানে এসে জনসমাবেশে পরিণত হয়।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ