দক্ষিণখানে দোকান দখলচেষ্টায় বিএনপি নেতা শোকজ!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৮:৩৭:১৩
দক্ষিণখানে দোকান দখলচেষ্টায় বিএনপি নেতা শোকজ!

রাজধানীর দক্ষিণখান থানাধীন নোয়াপাড়া এলাকায় দোকান দখলচেষ্টার ঘটনায় বিএনপির দক্ষিণ মহানগরের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় দোকান মালিক আয়সা আক্তার ও তার পরিবার জানান, তারা তাদের পৈতৃক সূত্রে পাওয়া ৪৪ শতাংশ জমির একটি অংশ ভাড়া দিয়েছিলেন বিভিন্ন দোকানদারদের। কিন্তু সম্প্রতি বিএনপি নেতা পরিচয় দিয়ে হারুনুর রশিদ হারুন তার অনুসারীদের নিয়ে এসে জোরপূর্বক দোকান দখল নেওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত ব্যক্তিরা কয়েকটি দোকানে তালা লাগিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখান এবং জানান যে, এখন থেকে ভাড়া তাকে দিতে হবে।

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আয়সার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হারুন নিজেকে জমির লিজগ্রহীতা দাবি করলেও তার মালিকানা সম্পর্কিত বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। তাদের ভাষায়, "জমিটির কিছু অংশ মহানগর জরিপে ভাওয়াল রাজ স্টেটের নামে রেকর্ডভুক্ত হলেও বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে আদালতে মামলা করেছি। মামলার বিচারাধীন অবস্থায় জোরপূর্বক দখলের চেষ্টা সম্পূর্ণ বেআইনি।"

স্থানীয় বাসিন্দারাও আয়সা গংয়ের পক্ষেই অবস্থান নিয়েছেন। তারা বলেন, “এই জমির প্রকৃত মালিক আয়সার পরিবার। আমরা নিজের চোখে দেখেছি আগে এখানে পুকুর আর গাছ ছিল। পরে তারা নিজেরাই ভরাট করে দোকান করেছে, প্রায় ২০ বছর আগে।”

বিষয়টি নিয়ে বিএনপি নেতা হারুনুর রশিদ হারুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা যায়নি। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

এদিকে এলাকার সামাজিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ এবং দখলচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পৈতৃক সম্পত্তি নিয়ে জোরপূর্বক দখলের প্রবণতা যে কেবল ব্যক্তি অধিকার নয়, বরং বৃহত্তর সামাজিক নিরাপত্তার ওপরও আঘাত হানে, এ ঘটনায় তা আবারও প্রমাণিত হলো।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ