“সংস্কার মানি” বলে সভা, মিটিংয়ে “কিছুই মানি না”- বিএনপিকে খোঁচা ডা. তাহেরের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৮:২৪:২৮
“সংস্কার মানি” বলে সভা, মিটিংয়ে “কিছুই মানি না”- বিএনপিকে খোঁচা ডা. তাহেরের

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক জোরালো বক্তব্যে বিএনপিকে সরাসরি সমালোচনার মুখে ফেলেছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি বাইরে সংস্কারের পক্ষে কথা বললেও, জাতীয় ঐকমত্য কমিশনের ভেতরে গিয়ে সেই সংস্কারকে কার্যত অস্বীকার করে বসে।

ডা. তাহের বলেন, "বাইরে সভা করেন, সমাবেশ করেন, বলেন সংস্কার মানি। অথচ ঐকমত্য কমিশনের মিটিংয়ে বসলে আচরণ দেখে মনে হয় কিছুই মানেন না।" তিনি এটিও স্পষ্ট করেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের পর দেশের জনগণ সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে এবং এখনো জনগণ সংস্কারের পরিপূর্ণ বাস্তবায়ন চায়।

তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণ এখন একটি বদল চায়, তারা চায় দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি রাজনৈতিক ব্যবস্থা। "সংস্কার সবার জন্যই কল্যাণকর" উল্লেখ করে তিনি বলেন, যারা এই সংস্কারবিরোধী অবস্থানে রয়েছেন, তাদের ভিতরে ‘নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে’।

জুলাই সনদ ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিত্বকারী জামায়াত নেতাদের একজন হিসেবে ডা. তাহের বলেন, কমিশনের বৈঠকের ভেতরের অনেক বাস্তবতা এখন বাইরে পরিষ্কার হচ্ছে। তিনি অভিযোগ করেন, যারা মুখে পিআর পদ্ধতির বিরোধিতা করছেন, তারা আসলে স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, “পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, তাই যারা টাকা দিয়ে ভোট কেনার মতলব রাখে, তাদের স্বার্থ এতে পূরণ হবে না।”

বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ডা. তাহের বলেন, “আপনারা বলছেন, পার্লামেন্টে বসে সংস্কার করবেন। কেন এমনটা মনে করছেন? আপনারা কি নিশ্চিত যে নির্বাচনে জিতবেন, না কি অন্য কোনো পরিকল্পনা আছে দখল করবেন? জনগণ আর নির্বাচনে দখলবাজি মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে জয়ী হবে তারা, যারা চাঁদাবাজির বিরুদ্ধে, যারা সুশাসনের পক্ষে। বাংলাদেশের জনগণ এবার তাদের প্রতিনিধিদেরই জয়ী করবে, যাদের প্রতি তাদের আস্থা আছে। সোহরাওয়ার্দীর এই বিশাল সমাবেশের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে বাংলাদেশপন্থিরাই জয়ী হবে, চাঁদাবাজবিরোধী, গণতন্ত্রকামী শক্তিরই বিজয় হবে।”

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ