হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়লেন জামায়াত আমির!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৭:৪৫:৩০
হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়লেন জামায়াত আমির!

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এক তাৎপর্যপূর্ণ মুহূর্তে দলের আমির ডা. শফিকুর রহমান হঠাৎ করে মঞ্চেই পড়ে যান। তিনি বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে, যা মঞ্চে উপস্থিত নেতা-কর্মী ও উপস্থিত জনতার মধ্যে তাৎক্ষণিক উদ্বেগ সৃষ্টি করে।

ঘটনার পরপরই কয়েক মুহূর্ত বিশ্রাম নিয়ে তিনি আবার উঠে দাঁড়ান এবং বক্তব্য অব্যাহত রাখেন। এ সময় তিনি নিজেই জানান, প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি বক্তব্য পুনরায় শুরু করে দেশের দুর্নীতিগ্রস্ত অবস্থা তুলে ধরে বলেন, “আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তেই হবে। এই রাষ্ট্রকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে আমাদের সংগ্রাম থামানো যাবে না।”

কিন্তু তার এ দৃঢ় অবস্থান ও বক্তব্যের মধ্যেই আবারও শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি। দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়লে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত চিকিৎসক দল তৎপর হয়ে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিতে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সোহরাওয়ার্দী উদ্যানে চিকিৎসাধীন ছিলেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দলীয়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

সমাবেশস্থলে গরম ও অতিরিক্ত ভিড়ের কারণে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে জামায়াতের নেতারা ধারণা করছেন। এদিকে, জামায়াত আমিরের বারবার অসুস্থ হয়ে পড়া দলীয় নেতাকর্মীদের মধ্যে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন।

এদিনের সমাবেশে জামায়াতের পক্ষ থেকে দেশে ধর্মীয় ও নৈতিক শাসনের আহ্বান জানানো হয়। ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কথা পুনরায় উচ্চারণ করলেও তার শারীরিক অবস্থার কারণে পুরো বক্তব্য শেষ করতে পারেননি।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ