বাংলাদেশে কেবল বাংলাদেশপন্থী শক্তির স্থান থাকবে: জামায়াতের সমাবেশে সারজিস আলম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৭:১৫:২৩
বাংলাদেশে কেবল বাংলাদেশপন্থী শক্তির স্থান থাকবে: জামায়াতের সমাবেশে সারজিস আলম
জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি: জাগো নিউজ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রয়োজন রয়েছে। তিনি নারীদের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, একটি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ গড়া সম্ভব।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সারজিস এসব কথা বলেন। তিনি বলেন, “অভ্যুত্থানের এক বছর পার হয়েছে, আমরা আরেক বছরের দ্বারপ্রান্তে পৌঁছেছি। কিন্তু এখনো বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র শেষ হয়নি। গোপালগঞ্জে মুজিববাদীদের আস্তানা গড়ে উঠেছে এবং তারা দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে। এ আদর্শ কেবল আইন দিয়ে প্রতিহত করা যাবে না; রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে মুজিববাদকে পরাজিত করতে হবে।”

সারজিস আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু স্বৈরাচারবিরোধী আন্দোলনে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। তিনি অভিযোগ করেন, ভারতপন্থী শক্তিগুলো আবার নতুন করে সক্রিয় হয়েছে এবং তাদের প্রতিহত করার আহ্বান জানান। “বাংলাদেশে কেবল বাংলাদেশপন্থী শক্তির স্থান থাকবে, অন্য কোনো দেশের আধিপত্যের জায়গা এখানে থাকবে না,”— বলেন তিনি।

আন্দোলনে অংশগ্রহণকারী হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে সারজিস বলেন, “আমরা আশা করেছিলাম, ৫ আগস্ট আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, কিন্তু এখনও সেই স্বপ্ন অধরা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো সুশীল মুখোশ পরানো সরকার হিসেবে দেখতে চাই না। বাংলাদেশের মানুষের দাবি— খুনি হাসিনার বিচার এবং তার বিরুদ্ধে রায় কার্যকর হোক।”

তিনি আরও বলেন, বিচারব্যবস্থা যেন কোনো রাজনৈতিক দলের হাতিয়ার না হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনী যেন ক্ষমতার তোষামোদকারী বাহিনীতে পরিণত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। “চাঁদাবাজি হলে আমরা সেটা সরাসরি বলব, কিন্তু স্বৈরাচারবিরোধী সংগ্রামে আমরা সকল শক্তিকে এক করতে বদ্ধপরিকর,”— বলেন সারজিস আলম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ