সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ চলছে: বিপুল উপস্থিতি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৬:৫১:০৮
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ চলছে: বিপুল উপস্থিতি
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বিপুল উপস্থিতি। ছবি: প্রথম আলো।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআনতেলাওয়াতেরমধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সমাবেশের প্রথম পর্ব শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

সকালের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মিছিল সহকারে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। এতে দুপুরের আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক নেতাকর্মী উদ্যানের বাইরেও অবস্থান করতে দেখা গেছে, যা সমাবেশের ব্যাপকতা ও দলীয় উপস্থিতির প্রমাণ দেয়।

জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছেএকটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা; অতীতের সব গণহত্যার বিচার সম্পন্ন করা; রাষ্ট্রের মৌলিক সংস্কার সাধন; ঐতিহাসিক ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন; সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন পরিচালনা এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করা।

এই সমাবেশকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় এবং দেশব্যাপী বিভিন্ন প্রচারণা চালানো হয়। উদ্যানের ভেতর ও বাইরের বিপুল জনসমাগম, সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় নেতাদের বক্তব্যে স্পষ্ট হয় যে জামায়াতে ইসলামী এই সমাবেশকে একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করছে। সমাবেশে উঠে আসা দাবি ও বক্তব্যগুলো বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, নির্বাচন ব্যবস্থা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ