জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৬:৩১:২৯
জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি।

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৯ জুলাই) বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের আয়োজিত সমাবেশে বিএনপির কোনও প্রতিনিধি অংশ নেননি এবং তাঁদের পক্ষ থেকে আমন্ত্রণও জানানো হয়নি।

এ প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা কেবলমাত্র পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচনী ব্যবস্থার পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোকে জাতীয় সমাবেশে আমন্ত্রণ জানিয়েছি।” ফলে এই সমাবেশে জামায়াত যে একটি নির্দিষ্ট নির্বাচনী সংস্কার ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক মিত্র নির্বাচন করেছে, তা স্পষ্ট হয়। বিএনপি বর্তমানে পিআর পদ্ধতির পক্ষপাতী না হওয়ায় তাদের আমন্ত্রণের বাইরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াতের পক্ষ থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিসসহ কয়েকটি বিকল্প রাজনৈতিক দলকে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জামায়াত ও বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সহাবস্থান এবং চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে এ ধরনের ‘অনামন্ত্রিত’ অবস্থান বিএনপি ও জামায়াতের ভবিষ্যৎ সম্পর্কের গতিপ্রবাহ সম্পর্কে নতুন প্রশ্নও তৈরি করেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ