বঙ্গোপসাগরে ঢুকে মাছ ধরায় আটক ৩৪ ভারতীয় জেলের মুক্তি চাইল দিল্লি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১২:১২:২৮
বঙ্গোপসাগরে ঢুকে মাছ ধরায় আটক ৩৪ ভারতীয় জেলের মুক্তি চাইল দিল্লি
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে আটক ৩৪ জন ভারতীয় জেলের মুক্তি চেয়েছে ভারত সরকার। দেশটির পক্ষ থেকে আটক জেলেদের দ্রুত ও নিরাপদে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

ভারতের সরকারি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ১৪ ও ১৫ জুলাই রাতের দিকে দুটি মাছ ধরার ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। ট্রলার দুটি ছিল ‘এফবি ঝড়’ ও ‘এফবি মা মঙ্গল চণ্ডী’ নামে। এগুলো মোংলার কাছাকাছি এলাকায় বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল বলে অভিযোগ।

ঘটনার পরপরই ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে। একই সঙ্গে তারা জেলেদের সঙ্গে কনস্যুলার পর্যায়ে সাক্ষাতেরও আবেদন জানিয়েছে।

ভারতের এক সূত্র জানায়, আটক জেলেদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ করছে এবং তাদের ট্রলারসহ ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে চাচ্ছে।

বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, এই জেলেরা আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এবং সেখানে মাছ ধরছিল। এমন একটি ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

বিশেষ করে, গত বছর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে ভারত আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে জলসীমা লঙ্ঘনের ঘটনা দুই দেশের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ