১০ লাখ টাকার পুরনো বাটন ফোন নিয়ে আলোচনায় ফাহাদ ফাসিল

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ০৯:৫৪:১৫
১০ লাখ টাকার পুরনো বাটন ফোন নিয়ে আলোচনায় ফাহাদ ফাসিল
ছবিঃ সংগৃহীত

সহজ-সরল জীবনযাপনের জন্য বরাবরই পরিচিত দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। অভিনয়ের দক্ষতার পাশাপাশি সাধারণ জীবনযাত্রার কারণে প্রায়শই খবরের শিরোনামে আসেন তিনি। এবার তিনি আলোচনায় এলেন তার হাতে ধরা এক পুরনো কিপ্যাড মোবাইল ফোনের কারণে।

সম্প্রতি ‘মলিউড টাইমস’ নামে তার নতুন ছবির এক অনুষ্ঠানে অংশ নেন ফাহাদ। অনুষ্ঠান চলাকালীন একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। সেখানে তার মুখ নয়, নজর কাড়ে তার হাতে থাকা অদ্ভুত ফোনটি। কারণ, স্মার্টফোনের যুগেও ফাহাদ ব্যবহার করছেন একটি পুরনো বাটন ফোন—যার দাম শুনলে অনেকেই অবাক হবেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ফাহাদ যে ফোনটি ব্যবহার করেন সেটি ব্রিটিশ বিলাসবহুল মোবাইল ব্র্যান্ড ভার্টু-র তৈরি। ফোনটির নাম 'অ্যাসেন্ট রেট্রো ক্লাসিক', যা ২০০৮ সালে বাজারে আসে। দেখতে সাধারণ হলেও এর দাম প্রায় ১০ লাখ টাকা!

এই উচ্চমূল্যের পেছনে রয়েছে বিশেষ নির্মাণ উপাদান ও অনন্য বৈশিষ্ট্য। ফোনটিতে ব্যবহৃত হয়েছে টাইটেনিয়াম ধাতু, যা অত্যন্ত মজবুত। বাইরের আবরণ তৈরি করা হয়েছে উন্নতমানের চামড়া দিয়ে এবং এর ওপর বসানো রয়েছে নীল রঙের মূল্যবান পাথর। এতে ব্লুটুথ, জিপিআরএস, এসএমএস ও এমএমএস সুবিধা রয়েছে।

সবচেয়ে চমকপ্রদ হলো—ফোনটিতে রয়েছে একটি বিশেষ বোতাম, যেটি চাপলেই বিশ্বের ১৭০টির বেশি দেশে ২৪ ঘণ্টা ব্যক্তিগত সহায়তা পাওয়া যায়। ভ্রমণের আয়োজন, টেবিল বুকিং কিংবা টিকিট কাটার মতো কাজ সহজেই করা যায় এই বোতামের মাধ্যমে।

ফোনটির ওজন ১৭৩ গ্রাম এবং পুরুতা ২২ মিলিমিটার। বোতামগুলো তৈরি স্টেইনলেস স্টিল দিয়ে, যা একে আরও টেকসই করে তুলেছে।

ফাহাদের সহ-অভিনেতা বিনয় ফর্ট জানিয়েছেন, ফাহাদ কখনোই স্মার্টফোন ব্যবহার করেন না এবং তার সামাজিকমাধ্যমেও কোনো উপস্থিতি নেই। তার মতোই তার সিনেমার পছন্দও ব্যতিক্রমী। বর্তমানে তিনি অভিনয় করছেন মলিউড টাইমস, মারিসান, ওডুম কুধিরা ছাডুম কুধিরা, কারাতে চন্দ্রন ও প্যাট্রিয়ট-এর মতো সিনেমায়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ