সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ, ঢল নেতাকর্মীদের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ০৯:৪১:১৮
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ, ঢল নেতাকর্মীদের
ছবিঃ সংগৃহীত

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াতে ইসলামি। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগের দিন সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হতে শুরু করেন। শনিবার ভোর থেকেই ঢল নামে হাজার হাজার কর্মীর, যারা মিছিলসহ উদ্যানে উপস্থিত হন।

সমাবেশের দিন সকালে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের রাস্তায় নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসছেন মিছিল নিয়ে। কারও হাতে ছিল জামায়াতের প্রতীক 'দাঁড়িপাল্লা'। অনেকের পরনে ছিল সাদা গেঞ্জি, যেখানে লেখা ছিল—‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ ও ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।

সমাবেশে অংশ নিতে ঢাকার বাইরের জেলা থেকেও অনেক নেতাকর্মী আগেভাগেই ঢাকায় এসে হাজির হন। একাধিক নেতা জানান, যানজট ও সময় বাঁচানোর জন্য তারা আগের দিন রাতেই রাজধানীতে পৌঁছেছেন।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন ছয় হাজারের বেশি স্বেচ্ছাসেবক। তারা মাঠের প্রবেশপথ, জরুরি সেবা এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছেন।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দলটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেছে। জামায়াতের ভাষ্য, আইনের সীমার মধ্যে থেকেই তারা এই কর্মসূচি পালন করছে এবং পুরো সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করাই তাদের মূল লক্ষ্য।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ