গোপালগঞ্জে কারফিউ শিথিল, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ০৮:৪৭:০৪
গোপালগঞ্জে কারফিউ শিথিল, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেছেন।

কারফিউ শিথিলের পর সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করে। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে লোকজন দোকানে ভিড় করছে। যদিও সকাল হওয়ায় জনসমাগম তুলনামূলকভাবে কম ছিল, তবে কাঁচাবাজার ও ফলের দোকানে বেচাকেনা ছিল স্বাভাবিক।

এদিকে অনেকের মধ্যেই এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। অনেকেই সম্ভাব্য গ্রেপ্তার আতঙ্কে দ্রুত বাজার সেরে বাড়ি ফিরছেন।

শনিবার গোপালগঞ্জের সব মার্কেট সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রয়েছে। তাই বড় দোকানপাট এখনও খোলা হয়নি। হোটেল ও রেস্টুরেন্টগুলোও বন্ধ রয়েছে, যার ফলে শহরের ভেতরে স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ফিরেনি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ