জামায়াতের ঢাকায় ‘সবচেয়ে বড়’ সমাবেশ, লক্ষ্য দশ লাখ মানুষের উপস্থিতি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ০৮:৩০:১৮
জামায়াতের ঢাকায় ‘সবচেয়ে বড়’ সমাবেশ, লক্ষ্য দশ লাখ মানুষের উপস্থিতি
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন এই সমাবেশটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় জনসমাগম। আগামী শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে দলটি।

জামায়াত জানায়, শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে তারা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজধানীর অন্যতম ঐতিহাসিক এই স্থানে সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো—সব জায়গায় আলোচনায় এসেছে জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত এই সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি ও মাঠে উপস্থিতির সক্ষমতা প্রদর্শন করতে চাইছে। এটি শুধু সাধারণ জনসমাগম নয়, বরং একধরনের রাজনৈতিক বার্তা দিতেও চায় দলটি—বিশেষ করে বিএনপি, অন্যান্য বিরোধী দল এবং সরকারকে।

জানা গেছে, সমাবেশে জামায়াতে ইসলামী সাতটি প্রধান দাবি উত্থাপন করবে। এসব দাবির মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমান সুযোগের (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চয়তা, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটির বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।

রাজনৈতিক বিশ্লেষণে অনেকেই বলছেন, এই সমাবেশের মাধ্যমে জামায়াত নিজেদের রাজনৈতিক মাঠে ফেরার ঘোষণা দিতে চাইছে, যেখানে তারা জাতীয় রাজনীতিতে সক্রিয় ও প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ