প্রধান শিক্ষকের অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধনঃ ঘটনার নেপথ্যে কি?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১৭:৪৫:০৬
প্রধান শিক্ষকের অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধনঃ ঘটনার নেপথ্যে কি?

সত্য নিউজ:

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে যৌন হয়রানি, অর্থনৈতিক দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বিদ্যালয়প্রাঙ্গণ। এসব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ মে) সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক সুজিত কর্মকার দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রতি অনভিপ্রেত আচরণ করে আসছেন। একইসঙ্গে নিয়োগবাণিজ্য ও অর্থনৈতিক অনিয়মের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছেন তিনি। অভিযোগ রয়েছে, আট মাস ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ক্ষমতার অপব্যবহার করে পুনরায় বিদ্যালয়ে ফিরতে চাইছেন।

মানববন্ধনে সামাজিক সংগঠন ‘সেভ দ্য কমিউনিটি বিডি’-এর সাধারণ সম্পাদক মিরাজ সিকদার বলেন, “একজন যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কীভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে পারেন? আমরা সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ চাই।” তিনি আরও অভিযোগ করেন, সুজিত কর্মকার পূর্বেও অন্যান্য প্রতিষ্ঠানে নানা অনিয়মের কারণে বিতাড়িত হয়েছেন।

শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, “আমরা পড়তে এসেছি, ভয় পেতে নয়। শিক্ষক যিনি শিক্ষার্থীর অভিভাবকস্বরূপ, তিনিই যদি ভয় দেখান, তাহলে আমরা কোথায় যাব?” অভিযোগ থাকা সত্ত্বেও কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় তারা চরম হতাশ ও ক্ষুব্ধ।

বক্তারা হুঁশিয়ারি দেন, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ