আশুলিয়ায় শিশুকে গলাকাটা হত্যার রহস্য উন্মোচন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৭:০০:২১
আশুলিয়ায় শিশুকে গলাকাটা হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর আশুলিয়ায় মাত্র ১২ বছর বয়সী জীবন শেখের গলা কেটে নির্মম হত্যার অভিযোগে রাব্বানী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানা থেকে পাওয়া সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আরাফাতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। নিহত জীবন শেখ গোপালগঞ্জ জেলার বাওর গাতি এলাকার মোঃ মজিবুর শেখের ছেলে। সে পরিবারসহ আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করত। গ্রেপ্তারকৃত রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১০ জুলাই বিকেলে জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অপহৃত হয়। অপহরণকারীরা তার বাবা-মাকে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করে। এরপর পরের দিন জীবন শেখের পিতা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাব্বানীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, কথাকাটাকাটির এক পর্যায়ে সে জীবনকে অপহরণ করে পরে গলা কেটে হত্যা করেছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার গলাকাটা মোড় নামক একটি বনভূমি থেকে নিহত জীবনের মরদেহ উদ্ধার করা হয়। এই নির্মম ঘটনা এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া ফেলে দিয়েছে। স্থানীয়রা শিশুটির শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে কাজ চলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ