‘চা দিতে দেরি’—তুচ্ছ বাক্যে রক্তাক্ত পরিণতি: সিলেটে হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৬:৩৯:২০
‘চা দিতে দেরি’—তুচ্ছ বাক্যে রক্তাক্ত পরিণতি: সিলেটে হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

সিলেট নগরীতে চা পরিবেশন করতে সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে নির্মমভাবে খুন হয়েছেন এক হোটেল কর্মচারী। নিহত রুমন আহমদ মাত্র ২২ বছর বয়সে এমন অমানবিক ঘটনার শিকার হলেন, যা গোটা শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার পেছনে রয়েছে চরম উচ্ছৃঙ্খলতা ও সহনশীলতার অভাব—বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।

রোববার (১৩ জুলাই) দুপুরের দিকে নগরীর কাজির বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে এক অচেনা যুবক স্থানীয় একটি হোটেলে চা খেতে গেলে হোটেল কর্মচারী রুমন তাকে জানান, চা পরিবেশনে কিছুটা সময় লাগবে। এ কথাকে কেন্দ্র করেই দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তখন হোটেল মালিকসহ আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণে আসে।

কিন্তু ঘণ্টাখানেক পর সেই যুবক কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ফের হোটেলে আসে। আচমকাই তারা রুমনের ওপর হামলে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রুমনের সহকর্মী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা এমন বর্বরোচিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এই নিষ্ঠুর হত্যাকাণ্ড আবারও স্মরণ করিয়ে দিলো নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র এবং যুবসমাজের একাংশের সহনশীলতার অভাব। বিশেষজ্ঞদের মতে, তুচ্ছ কারণেও সহিংসতা ছড়িয়ে পড়া আমাদের সমাজে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ