চলে গেলেন তেলেগু সিনেমার কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৬:২১:২৩
চলে গেলেন তেলেগু সিনেমার কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও

ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুণী অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও আর নেই। রোববার (১৩ জুলাই) সকালে হায়দরাবাদের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এই বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে ভারতের বিনোদন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর মাত্র তিন দিন আগেই তিনি উদযাপন করেছিলেন নিজের জন্মদিন।

চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে সক্রিয় ছিলেন কোটা শ্রীনিবাস রাও। অভিনয়জীবনে তিনি তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি ভাষায় ৭৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭৮ সালে ‘প্রাণম খরিদু’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। পরবর্তীতে খলনায়ক, কৌতুক অভিনেতা কিংবা পার্শ্বচরিত্র—সব ধরনের চরিত্রে অসাধারণ অভিনয়ের দক্ষতা দেখিয়ে তিনি দর্শকমনে স্থায়ী জায়গা করে নেন।

বলিউডে তার যাত্রা শুরু হয় ২০০৫ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত 'সরকার' ছবিতে 'সিলভার মনি' চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তেলেগু ভাষার ‘আহা না পেল্লান্তা!’, ‘প্রতিঘাতনা’, ‘খাইদি নাম্বার ৭৮৬’ ও ‘শিবা’ ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। ২০১৫ সালে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়, যা তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ। এছাড়াও তিনি নয়বার পেয়েছেন অন্ধ্র প্রদেশের রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার 'নন্দী অ্যাওয়ার্ড'।

শুধু চলচ্চিত্রে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন কোটা শ্রীনিবাস রাও। ১৯৯৯ সালে তিনি বিজেপির প্রার্থী হিসেবে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পূর্ব আসন থেকে বিধায়ক নির্বাচিত হন এবং ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও রাজনৈতিক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। অভিনেতা বিষ্ণু মানচু এক্সে (সাবেক টুইটার) এক আবেগঘন বার্তায় বলেন, “শব্দের ঊর্ধ্বে এক কিংবদন্তির নাম শ্রীকোটা শ্রীনিবাস গারু। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী, যার প্রতিটি চরিত্রে ছিল প্রাণ। আমি তার সঙ্গে বহু সিনেমায় কাজ করেছি, তার অভিনয় দেখে বড় হয়েছি। তার শিল্প, হাসি ও আত্মা চিরকাল আমাদের সঙ্গে থেকে যাবে।”

চলচ্চিত্রাঙ্গনে তার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি দর্শকদের মনে তিনি থেকে যাবেন একজন নান্দনিক শিল্পী ও অনন্য অভিনেতা হিসেবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ