সরকার ঘাপটি মেরে বসে আছে: সিলেটে বিএনপি নেতার অভিযোগ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৫:০৯:৪৫
সরকার ঘাপটি মেরে বসে আছে: সিলেটে বিএনপি নেতার অভিযোগ

বিএনপি কোনো ধরনের গণউন্মাদনা বা ‘মব ভায়োলেন্স’-এ বিশ্বাস করে না—এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (১৩ জুলাই) সিলেট মহানগরের পিটিআই মিলনায়তনে সিলেট মহানগর বিএনপির আয়োজিত এক বিশেষ সভায় এ কথা বলেন তিনি। সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ডা. জাহিদ হোসেন সাফ জানান, বিএনপি সব সময় আইন, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের পথে আছে এবং ভবিষ্যতেও সেই অবস্থানেই থাকবে।

তিনি বলেন, “মিটফোর্ড হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিএনপি তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে এবং অভিযুক্তদের দল থেকে বহিষ্কারও করেছে। আমাদের দল বরাবরই অন্যায়কারীদের পক্ষে নয়।” কিন্তু তারপরও সরকার পক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। “সরকারের ভেতরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে বলেই অপরাধীদের ডানে-বামে দেখে গ্রেপ্তার করছে না,” বলেন জাহিদ হোসেন।

বিএনপি নেতার মতে, এই ধরনের পক্ষপাতমূলক আচরণ সরকারের দুর্বলতা ও প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি। তিনি প্রশ্ন তোলেন, যারা বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত বিলম্ব কেন? বিএনপি যে দলীয়ভাবে তাদের বিচ্ছিন্ন করেছে, তাতেই পরিষ্কার—দল অন্যায়কারীদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেয় না।

সভায় আরও বলা হয়, বিএনপি অতীতেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজনৈতিক সহিংসতা কিংবা আইন ভঙ্গ করে সুবিধা আদায়ের কোনো রাজনীতিকে বিএনপি সমর্থন করে না। ডা. জাহিদ হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাচ্ছি।”

সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশেষ সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ মহানগরের শীর্ষস্থানীয় শতাধিক নেতাকর্মী। পুরো আয়োজনজুড়ে দলীয় শৃঙ্খলা ও ন্যায়নীতির বিষয়ে বারবার গুরুত্ব আরোপ করা হয়।

এ সভা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিএনপির অবস্থান, বক্তব্য এবং কর্মপন্থা অনেকটাই দিক নির্ধারক হয়ে উঠতে পারে। বিশেষত, যেসব ইস্যুতে সরকার বিএনপিকে দায়ী করে আসছে, সেসবের বিরুদ্ধে দলটির সুনির্দিষ্ট ও সপ্রতিভ অবস্থান এ সভায় তুলে ধরা হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ