গোটা দেশ চিরুনি অভিযানে, মাঠে সেনা কর্মকর্তারাও

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৪:৩৮:৫৮
গোটা দেশ চিরুনি অভিযানে, মাঠে সেনা কর্মকর্তারাও

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে শুরু হচ্ছে চিরুনি অভিযান। এ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। চিরুনি অভিযানের মাধ্যমে দেশের প্রতিটি এলাকা ঘেঁটে দেখা হবে— কোথায় কী ধরনের অপরাধ, অবৈধ কার্যক্রম বা অনিয়ম চলছে এবং সেগুলো দ্রুত প্রতিহত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, দেশের নিরাপত্তা, নাগরিকের শান্তি এবং নির্বাচনের পূর্ববর্তী সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে কোনো গাফিলতি বরদাশত করা হবে না। এই অভিযান চালানো হবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এতে প্রতিটি এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করবে। সাধারণ মানুষ যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

চিরুনি অভিযানের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা বাড়ানো হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগের নির্দেশনার ধারাবাহিকতায় আগামী ৬০ দিন পর্যন্ত এসব কর্মকর্তারা সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এই ব্যবস্থায় সেনাবাহিনীর কর্মকর্তারা অপরাধ প্রতিরোধ ও প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পুলিশ ও অন্যান্য প্রশাসনিক বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারবেন। ফলে অভিযান চলাকালে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও মাঠপর্যায়ে তা বাস্তবায়নের কাজ আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে, অপরাধ দমন ও চাঁদাবাজি, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে এই ধরনের সমন্বিত উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

সব মিলিয়ে আজ থেকে শুরু হওয়া এই অভিযান দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। তবে সরকার বারবার বলে আসছে, এই অভিযান সাধারণ নাগরিকের বিরুদ্ধে নয়; বরং এটি সুনির্দিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের একটি প্রয়াস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ