আম কূটনীতির নতুন অধ্যায়, দিল্লিতে পৌঁছাবে ইউনূসের পাঠানো উপহার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৪:০৫:১৪
আম কূটনীতির নতুন অধ্যায়, দিল্লিতে পৌঁছাবে ইউনূসের পাঠানো উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে এই আম পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই আম উপহার প্রক্রিয়া সরাসরি তদারকি করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম প্রতি বছরই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পাচ্ছে তার স্বাদ ও মানের জন্য। এবারের আম পাঠানোর আয়োজনটিও হয়েছে বিশেষ গুরুত্বসহকারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং নির্ধারিত রপ্তানিকারকের মাধ্যমে এই আম রপ্তানি করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার (১৫ জুলাই) আমের এই চালান ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তরসহ ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে এই আম বিতরণ করা হবে। শুধু প্রধানমন্ত্রী মোদিই নন, আম উপহার পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এই শুভেচ্ছা উপহার মূলত দুই দেশের বন্ধনের এক প্রাকৃতিক ও আন্তরিক বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

‘আম কূটনীতি’ নামে পরিচিত এই উদ্যোগটি বাংলাদেশ সরকারের একটি দীর্ঘদিনের কূটনৈতিক রীতিতে পরিণত হয়েছে। অতীত সরকারগুলোর সময়েও প্রতি বছর আম পাঠানো হতো ভারতের শীর্ষ নেতাদের উদ্দেশে। সেই ধারাবাহিকতায় এবারের আম পাঠানোও দুই দেশের বন্ধুত্বে উষ্ণতা যোগ করার একটি প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কেবল মাত্র আম রপ্তানি বা উপহার নয়, বরং বাংলাদেশ নিজস্ব সংস্কৃতি, কৃষিপণ্য এবং কূটনৈতিক বন্ধনকে নতুন মাত্রায় তুলে ধরছে বলেও মনে করা হচ্ছে। একই সঙ্গে এই উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ ও আন্তরিকতা বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ