বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখুন: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১১:৫৬:০৪
 বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখুন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতা নাহিদ ইসলাম ২০২৪ সালের ১৩ জুলাই তারিখে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ফেসবুক স্ট্যাটাস নতুন করে শেয়ার করেছেন। রোববার (১৩ জুলাই, ২০২৫) সকালে স্ট্যাটাসটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন- “বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখুন; ১৩ জুলাই, ২০২৪।”

এক বছর আগে এই দিনে দেওয়া স্ট্যাটাসে আন্দোলন পরিচালনা সংক্রান্ত একটি সংগঠিত নির্দেশনা দিয়েছিলেন নাহিদ, যার মধ্যে নেতৃত্ব কাঠামো, শান্তিপূর্ণ কর্মসূচি, মিডিয়া কৌশল, অর্থ ব্যবস্থাপনা এবং সাংগঠনিক শৃঙ্খলার মতো বিষয়গুলো গুরুত্বসহ তুলে ধরা হয়।

এই স্ট্যাটাসে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, আন্দোলন কোনো একক বা নির্দিষ্ট নেতৃত্বের ওপর নির্ভরশীল হবে না; বরং সব সময় বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখতে হবে, যাতে প্রথম সারির নেতাদের বিরুদ্ধে ঝামেলা তৈরি হলেও আন্দোলন থেমে না যায়। নেতৃত্বে নতুন মুখ আনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তবে আন্দোলনের সংগঠিত কাঠামো যেন অতি রূপ না নেয়, সে ব্যাপারে সর্তক থাকতে বলা হয়েছে। শৃঙ্খলা রক্ষার জন্য শুধুমাত্র সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয় এবং রাজনৈতিক বিতর্কিত কেউ যেন নেতৃত্ব পর্যায়ে না আসে, সেজন্যও সবাইকে সতর্ক থাকতে বলা হয়।

তিনি আরও বলেন, আন্দোলন সব সময় শান্তিপূর্ণ ও অহিংস হতে হবে। কর্মসূচির স্থানে আইনশৃঙ্খলা বাহিনী যোগাযোগ করতে চাইলে তাদের সঙ্গে সহযোগিতা করা যাবে, তবে কোনো অবস্থাতেই আপস করা যাবে না। পাশাপাশি জেলা ও মহানগরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একত্রিত হয়ে সমন্বিত কর্মসূচি পালনের পরামর্শও দেওয়া হয়। আন্দোলনে কোনো ব্যক্তির ওপর আক্রমণ হলে সম্মিলিতভাবে তা প্রতিরোধের আহ্বান জানানো হয় এবং সবাইকে সাহস নিয়ে সামনে এসে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়।

এই আন্দোলনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে যুক্ত করার ওপর জোর দেন নাহিদ ইসলাম। কর্মসূচিতে সাংস্কৃতিক আয়োজন রাখার পাশাপাশি প্রচারের জন্য মাইকিং, লিফলেট বিতরণ, রুম টু রুম ক্যাম্পেইনের মতো কৌশলের কথা উল্লেখ করেন তিনি। মিডিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বক্তব্যে সামঞ্জস্য বজায় রাখার পরামর্শও ছিল স্পষ্ট। সেই সঙ্গে ঢাকার সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের বিষয়টিও গুরুত্ব পায়।

অর্থ ব্যবস্থাপনায় তিনি সরাসরি জনতার কাছ থেকে ক্রাউড ফান্ডিং করার আহ্বান জানান। কোনো অনলাইন মাধ্যম ব্যবহার না করা এবং রাজনৈতিক স্বার্থে জড়িত কারও কাছ থেকে অর্থ না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি অর্থ লেনদেনের হিসাব স্বচ্ছ রাখতে হবে এবং সমন্বয় টিমকে তা ক্লিয়ার রাখতে হবে।

নাহিদ ইসলামের এই স্ট্যাটাস এবং এর পুনঃপ্রকাশ প্রমাণ করে যে, তিনি শুধু একটি তাত্ত্বিক আন্দোলনের ধারণা দেননি বরং আন্দোলনের একটি বাস্তবমুখী ও দীর্ঘস্থায়ী কাঠামো তুলে ধরেছিলেন। এক বছর পর সেটি পুনরায় সামনে এনে তিনি হয়তো নতুন রাজনৈতিক পুনর্জাগরণ বা সাংগঠনিক সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ