ফ্যাসিবাদের পতনের পরও মুক্তি মেলেনি দেশ: ফরিদা আখতারের চ্যালেঞ্জিং মন্তব্য

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ২১:৫৮:৫১
ফ্যাসিবাদের পতনের পরও মুক্তি মেলেনি দেশ: ফরিদা আখতারের চ্যালেঞ্জিং মন্তব্য

বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতনের পরও দেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (১২ জুলাই) চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে ‘নবচিন্তা: তরুণদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন সভাপতিত্ব করেন এবং স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেন যৌথ সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে ফরিদা আখতার বলেন, গত জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। এই সংগ্রামে অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকেই আহত হয়েছেন। হাসপাতালের বারান্দায় মৃত্যুপথযাত্রীদের করুণ চিত্র এখনও তার চোখের সামনে ভেসে ওঠে। হাতে পা হারানো মানুষের বেদনা, গুলিতে নিহত তরুণদের স্মৃতি জাতির হৃদয়ে এক অম্লান দাগ হিসেবে রয়ে গেছে। এই তরুণেরা নিজেদের দেশপ্রেমের প্রদর্শনী দিয়েছেন, যার মাধ্যমে তারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তিনি তরুণ প্রজন্মকে আগামী দিনেও রাজপথে সক্রিয় থেকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা ও জামায়াত নেতা ডা. শাহাদাত হোসেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের মাকসুদুর রহমান, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী এবং টিকে গ্রুপের ডিরেক্টর মোফাচ্ছেল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সেমিনারের পর বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় খামারিরা মিলিত হয়ে এক মতবিনিময় সভা করেন, যেখানে কৃষি ও মৎস্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ