“১১ মাসে ১১ হাজার সহিংসতা”—মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে নুরের বিস্ফোরক দাবি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ২১:৩৪:৪৪
“১১ মাসে ১১ হাজার সহিংসতা”—মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে নুরের বিস্ফোরক দাবি

ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা শুধু একটি আলাদা ঘটনা নয়, বরং তা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তাঁর ভাষ্য মতে, গত ১১ মাসে দেশে অন্তত ১১ হাজার সহিংস ঘটনার সাক্ষী হয়েছে মানুষ, যার অধিকাংশই সংবাদমাধ্যমের আড়ালে থেকে গেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডটি মিডিয়ায় এসেছে বলে মানুষ জানতে পেরেছে, প্রতিবাদ হয়েছে, আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত যেসব সহিংসতা ও অপরাধ সংঘটিত হচ্ছে, তা প্রচারের বাইরে রয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সংবাদকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নুর বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা থাকবে। এ লক্ষ্যে সংবাদমাধ্যমকেও স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কিন্তু যদি সাংবাদিকরাও দলদাসে পরিণত হন, যেমনটা শেখ হাসিনার আমলে দেখা গেছে, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।’

বিএনপির কর্মকাণ্ডের সমালোচনায় নুর বলেন, ‘শুধু আওয়ামী লীগই নয়, বিএনপিও ক্ষমতার লোভে সাধারণ মানুষ ও নিজ দলের কর্মীদের হত্যার রাজত্ব কায়েম করেছে। তারা ক্ষমতায় যাওয়ার আগেই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির সংস্কৃতি শুরু করেছে। এ প্রবণতা বন্ধ না করলে ভবিষ্যতের বাংলাদেশ আরও ভয়াবহ শাসনের মুখোমুখি হবে, যা হয়তো আওয়ামী লীগের শাসনকেও ছাড়িয়ে যাবে।’

নুরুল হক নুর তাঁর বক্তব্যে ‘জুলাই বিপ্লব’ আন্দোলনের উৎস নিয়ে বলেন, এই বিপ্লব আকস্মিক নয়, বরং কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া গণজাগরণেরই পরিণতি। তিনি দাবি করেন, এই আন্দোলনের মাধ্যমেই দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ