নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ক্রমেই অবনতি হচ্ছে — ফখরুলের বক্তব্য

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ২০:৩৫:৩২
নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ক্রমেই অবনতি হচ্ছে — ফখরুলের বক্তব্য

নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি করছে, দুর্নীতির মাত্রাও বেড়ে চলেছে এবং দুর্বৃত্তরা নিজেদের স্বার্থে সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে সরকারকে পেছনে তেমন জনসমর্থন নেই, যার ফলে দেশ আজ বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় পড়েছে। নির্বাচিত সরকার আসলে অবশ্যই আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

শনিবার (১২ জুলাই) গুলশান-২ এলাকার হোটেল লেকশোরে জুলাই মাসের অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না এবং সব অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে। তিনি সতর্ক করে বলেন, যদি অভ্যুত্থানে নিহতদের পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনের বিষয়টি সরকারের কাছে গুরুত্ব পায় না, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষের ধৈর্য শেষ হয়ে যাবে।

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, ফ্যাসিস্ট শাসনের কবল থেকে মুক্তি পেলেও দেশে এখনও গণতান্ত্রিক ব্যবস্থায় সম্পূর্ণরূপে ফিরে আসা সম্ভব হয়নি। গত পনেরো বছর ধরে দেশের সব রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছে, এবং এর বিকল্প নেই। তিনি বলেন, অন্তর্বর্তী বা মধ্যবর্তী সরকারের মাধ্যমে কখনো নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্য দ্রুত এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে।

সংস্কারের বিষয়েও মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের বলিষ্ঠ সংস্কারের দাবি ২০১৬ সাল থেকেই তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে তুলে ধরা হয়েছিল। দলটি ‘ভিশন ২০৩১’ প্রণয়ন করেছিল, যেখানে দেশের ব্যাপক রাষ্ট্রসংঘাত ও প্রশাসনিক সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারকে ৩১ দফা সংস্কার দাবিও দেওয়া হয়েছে। তিনি জানান, বিএনপি এই সংস্কার কমিশনের সঙ্গে সহযোগিতা করছে এবং দেশের স্থিতিশীলতার জন্য এগিয়ে আসবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ